১৯ কেজির গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাবনা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২০, ২২:৫২:২১ | অনলাইন সংস্করণ
পাবনায় ১৯ কেজি ওজনের গাঁজার গাছসহ শাহাদৎ হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে আতাইকুলার থানার দুর্গাপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী শাহাদৎ হোসেন পাবনা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আ. গফুরের ছেলে।
আতাইকুলা থানার ওসি কামরুল ইসলাম জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার চাষ করতেন। নিজের বাড়িতে গাঁজা লাগিয়ে গাজা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়।
এ সময় ১৯ কেজি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
১৯ কেজির গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পাবনায় ১৯ কেজি ওজনের গাঁজার গাছসহ শাহাদৎ হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে তাকে আতাইকুলার থানার দুর্গাপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী শাহাদৎ হোসেন পাবনা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আ. গফুরের ছেলে।
আতাইকুলা থানার ওসি কামরুল ইসলাম জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার চাষ করতেন। নিজের বাড়িতে গাঁজা লাগিয়ে গাজা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে পুলিশ অভিযান চালায়।
এ সময় ১৯ কেজি গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানান।