সোনারগাঁয়ে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও
১১ নভেম্বর ২০২০, ২২:৩৫:৫৫ | অনলাইন সংস্করণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আবু মুছা (৩০) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মামা মো. হান্নান মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় করোনা ইন্ডাস্ট্রিজের সামনে মহাসড়কের পাশে গত মঙ্গলবার রাতে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবকের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আবু মুছা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া পশ্চিতকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি এনএইচ ইন্টারন্যাশনাল অক্সিজেন কোম্পানির রূপগঞ্জ উপজেলা গাউছিয়া শাখার গাড়ির হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের ধারণা, রূপগঞ্জ এলাকা থেকে কাজ শেষে বাড়িতে ফেরার পথে ওই যুবককে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে দুর্বৃত্তরা হত্যা করেছে।
সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সোনারগাঁয়ে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আবু মুছা (৩০) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মামা মো. হান্নান মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় করোনা ইন্ডাস্ট্রিজের সামনে মহাসড়কের পাশে গত মঙ্গলবার রাতে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবকের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। বুধবার সকালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আবু মুছা মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া পশ্চিতকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে। তিনি এনএইচ ইন্টারন্যাশনাল অক্সিজেন কোম্পানির রূপগঞ্জ উপজেলা গাউছিয়া শাখার গাড়ির হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের ধারণা, রূপগঞ্জ এলাকা থেকে কাজ শেষে বাড়িতে ফেরার পথে ওই যুবককে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে দুর্বৃত্তরা হত্যা করেছে।
সোনারগাঁ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।