সাতক্ষীরা সীমান্তে আন্তর্জাতিক কলিং কার্ড জব্দ
সাতক্ষীরা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২০, ১৭:৪৪:৫৩ | অনলাইন সংস্করণ
চোরাইপথে ভারতে পাচারকালে সাতক্ষীরার কুশখালি সীমান্তে ১০ হাজার ৭৪৯টি আন্তর্জাতিক কলিং কার্ড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার কুশখালি সীমান্তের শ্মশানপোস্ট মেইন পিলার-১১ থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব কার্ড আটক করা হয়। তবে বিজিবি কোনো চোরাচালানীকে আটক করতে পারেনি।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, কুশখালি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে এসব কলিং কার্ড আটক করা হয়।
তিনি জানান, ভারতে পাচারের পর এসব কার্ড বিভিন্ন দেশে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এই কার্ডের মাধ্যমে বাংলাদেশে কথা বলতে খুব কম খরচ হয় বলে জানান তিনি। আটককৃত কলিং কার্ডগুলোর মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার টাকা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাতক্ষীরা সীমান্তে আন্তর্জাতিক কলিং কার্ড জব্দ
চোরাইপথে ভারতে পাচারকালে সাতক্ষীরার কুশখালি সীমান্তে ১০ হাজার ৭৪৯টি আন্তর্জাতিক কলিং কার্ড জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার কুশখালি সীমান্তের শ্মশানপোস্ট মেইন পিলার-১১ থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এসব কার্ড আটক করা হয়। তবে বিজিবি কোনো চোরাচালানীকে আটক করতে পারেনি।
বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, কুশখালি বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রবিউল ইসলামের নেতৃত্বে এসব কলিং কার্ড আটক করা হয়।
তিনি জানান, ভারতে পাচারের পর এসব কার্ড বিভিন্ন দেশে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এই কার্ডের মাধ্যমে বাংলাদেশে কথা বলতে খুব কম খরচ হয় বলে জানান তিনি। আটককৃত কলিং কার্ডগুলোর মূল্য ৭৪ লাখ ৫৮ হাজার টাকা।