নামাজের জন্য ঘর থেকে বের হতে গিয়ে শিক্ষিকার মৃত্যু
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২০, ১৭:৫৩:২৩ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের গোপালপুরে ফজর নামাজের জন্য ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সানিয়া বেগম (৩০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে পৌর শহরের পাকুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রাসেল মুন্সির স্ত্রী ও স্থানীয় মাদ্রাসার শিক্ষিকা।
জানা যায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় শর্টসার্কিট থেকে সানিয়া বেগমের থাকার ঘর বিদ্যুতায়িত হয়। ফজর নামাজের সময় সানিয়া বেগম ঘর থেকে বের হতে গিয়ে টিনের বেড়া স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নামাজের জন্য ঘর থেকে বের হতে গিয়ে শিক্ষিকার মৃত্যু
টাঙ্গাইলের গোপালপুরে ফজর নামাজের জন্য ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সানিয়া বেগম (৩০) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে পৌর শহরের পাকুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রাসেল মুন্সির স্ত্রী ও স্থানীয় মাদ্রাসার শিক্ষিকা।
জানা যায়, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় শর্টসার্কিট থেকে সানিয়া বেগমের থাকার ঘর বিদ্যুতায়িত হয়। ফজর নামাজের সময় সানিয়া বেগম ঘর থেকে বের হতে গিয়ে টিনের বেড়া স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি।