কুমিল্লায় স্বজন সমাবেশের উপদেষ্টা বাবলুদার প্রয়াণে শোকসভা
কুমিল্লা ব্যুরো
১৩ নভেম্বর ২০২০, ১৯:২৪:৪৮ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা প্রদীপ কুমার পাল বাবলুদার মহাপ্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে নগরীর বাদুরতলা এলাকায় ওই শোকসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বজন সমাবেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আজিজুর রহমান ছিদ্দিকী।
শোকসভায় প্রয়াত বাবলুদার উদারতা এবং কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- ডা. তৃপ্তীশ ঘোষ, কুমেকের সাবেক প্রিন্সিপাল ডা. মোসলেম উদ্দিন, কাউন্সিলর জমির উদ্দিন জম্পি, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, স্বজন সমাবেশের কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান আবুল হোসেন ছোটন, যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, অ্যাডভোকেট দিলীপ কুমার পাল, রঞ্জিত পাল, ফখরুল হুদা হেলাল, রোটারিয়ান জাকির হোসেন, অশোক কুমার বড়ুয়া, শেফালী পাল, বেবি পাল, সুরেশ চন্দ্র দাশ, গণেশ মজুমদার, জয়দেব ভট্টাচার্য ভুলু, সুব্রত ঘোষ, আশীষ পাল, ডা. শাহজাহান, আবদুল আউয়াল, বাদল দাশ, অমল দাশ, মো. আকতার, মো. ইয়াছিন, আবুল কালাম আজাদ, সিফাত প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লা নগরীর সাদামনের মানুষ খ্যাত প্রদীপ কুমার পাল বাবলুদা গত ৬ নভেম্বর পরলোকগমন করেন। তিনি কুমিল্লার যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।
শোকসভায় স্বজন সমাবেশের কেন্দ্রীয় সভাপতি ডা. আজিজুর রহমান ছিদ্দিকী বলেন, বাবলুদা ছিলেন চিরকুমার এবং উদার মনের মানুষ। বিশিষ্ট এই সমাজসেবক সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় স্বজন সমাবেশের উপদেষ্টা বাবলুদার প্রয়াণে শোকসভা
কুমিল্লায় যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা প্রদীপ কুমার পাল বাবলুদার মহাপ্রয়াণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে নগরীর বাদুরতলা এলাকায় ওই শোকসভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বজন সমাবেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আজিজুর রহমান ছিদ্দিকী।
শোকসভায় প্রয়াত বাবলুদার উদারতা এবং কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- ডা. তৃপ্তীশ ঘোষ, কুমেকের সাবেক প্রিন্সিপাল ডা. মোসলেম উদ্দিন, কাউন্সিলর জমির উদ্দিন জম্পি, আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, স্বজন সমাবেশের কুমিল্লা শাখার সাধারণ সম্পাদক রোটারিয়ান আবুল হোসেন ছোটন, যুগান্তরের কুমিল্লা ব্যুরো রিপোর্টার আবুল খায়ের, অ্যাডভোকেট দিলীপ কুমার পাল, রঞ্জিত পাল, ফখরুল হুদা হেলাল, রোটারিয়ান জাকির হোসেন, অশোক কুমার বড়ুয়া, শেফালী পাল, বেবি পাল, সুরেশ চন্দ্র দাশ, গণেশ মজুমদার, জয়দেব ভট্টাচার্য ভুলু, সুব্রত ঘোষ, আশীষ পাল, ডা. শাহজাহান, আবদুল আউয়াল, বাদল দাশ, অমল দাশ, মো. আকতার, মো. ইয়াছিন, আবুল কালাম আজাদ, সিফাত প্রমুখ।
উল্লেখ্য, কুমিল্লা নগরীর সাদামনের মানুষ খ্যাত প্রদীপ কুমার পাল বাবলুদা গত ৬ নভেম্বর পরলোকগমন করেন। তিনি কুমিল্লার যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।
শোকসভায় স্বজন সমাবেশের কেন্দ্রীয় সভাপতি ডা. আজিজুর রহমান ছিদ্দিকী বলেন, বাবলুদা ছিলেন চিরকুমার এবং উদার মনের মানুষ। বিশিষ্ট এই সমাজসেবক সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন।