নোয়াখালীতে অটো-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত
নোয়াখালী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২০, ১৫:১০:৫৫ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর সুবর্ণচরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংষর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকালে উপজেলার হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী ইকবাল হোসেন (৩০) উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে।
নিহতের ভাই আজগর হোসেন জানান, তার ভাই সুবর্ণচেরর ছমিরহাট বাজারের একজন কাপড় দোকানদার। সে ঢাকা থেকে দোকানের জন্য কাপড় কিনে শনিবার সকালে সুবর্ণচর আসছিল। পথে পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে তার ভাই নিহত হয়।
সুধারাম থানার ওসি নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালীতে অটো-পিকআপ সংঘর্ষে ব্যবসায়ী নিহত
নোয়াখালীর সুবর্ণচরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংষর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার সকালে উপজেলার হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী ইকবাল হোসেন (৩০) উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের আকবর হোসেনের ছেলে।
নিহতের ভাই আজগর হোসেন জানান, তার ভাই সুবর্ণচেরর ছমিরহাট বাজারের একজন কাপড় দোকানদার। সে ঢাকা থেকে দোকানের জন্য কাপড় কিনে শনিবার সকালে সুবর্ণচর আসছিল। পথে পিকআপভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হলে ঘটনাস্থলে তার ভাই নিহত হয়।
সুধারাম থানার ওসি নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।