দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২০, ২১:৪৪:২৮ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্ব পালনরত অবস্থায় আবু সাঈদ (৫৪) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আবু সাঈদের বাড়ি টাঙ্গাইলে। তিনি ২৭ বছর ধরে পুলিশে কর্মরত রয়েছেন। তার ব্যাচ নং-৬৭১।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আজহার হোসেন জানান, দায়িত্ব পালনের সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি এ তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে দায়িত্ব পালনরত অবস্থায় আবু সাঈদ (৫৪) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আবু সাঈদের বাড়ি টাঙ্গাইলে। তিনি ২৭ বছর ধরে পুলিশে কর্মরত রয়েছেন। তার ব্যাচ নং-৬৭১।
গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আজহার হোসেন জানান, দায়িত্ব পালনের সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সহকর্মীরা হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি এ তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।