দুমকিতে মোটরসাইকেলে ইয়াবার চালান, যুবক আটক
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ১১:৫৫:৪৪ | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর দুমকিতে ৪৬০ পিস ইয়াবাসহ সজল চ্যাটার্জি (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার সজল সরকার বরগুনার আমতলীতে ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বাবার নাম শম্ভুনাথ চ্যাটার্জি।
দুমকি থানার এসআই সঞ্জীব কুমার সরকার জানান, বরিশাল থেকে ভাড়াটে মোটরসাইকেলে ইয়াবার চালানটি আমতলী যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পাগলায় চেকপোস্ট বসানো হয়।
এরপর পাগলার বিশ্ববিদ্যালয় স্কায়ার এলাকা থেকে সন্দেহভাজন ভাড়াটে মোটরসাইকেল আরোহী সজল চ্যাটার্জীকে আটক করা হয়।
দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় ওই যুবককে রোববার আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দুমকিতে মোটরসাইকেলে ইয়াবার চালান, যুবক আটক
পটুয়াখালীর দুমকিতে ৪৬০ পিস ইয়াবাসহ সজল চ্যাটার্জি (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পাগলা বিশ্ববিদ্যালয় স্কয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার সজল সরকার বরগুনার আমতলীতে ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। তার বাবার নাম শম্ভুনাথ চ্যাটার্জি।
দুমকি থানার এসআই সঞ্জীব কুমার সরকার জানান, বরিশাল থেকে ভাড়াটে মোটরসাইকেলে ইয়াবার চালানটি আমতলী যাচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে পাগলায় চেকপোস্ট বসানো হয়।
এরপর পাগলার বিশ্ববিদ্যালয় স্কায়ার এলাকা থেকে সন্দেহভাজন ভাড়াটে মোটরসাইকেল আরোহী সজল চ্যাটার্জীকে আটক করা হয়।
দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলায় ওই যুবককে রোববার আদালতে সোপর্দ করা হবে।