বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, দুই স্কুলছাত্র নিহত
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ১৮:২০:১৮ | অনলাইন সংস্করণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাব্বি ফরাজি (১৬) ইমন বেপারী (১৭) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রাকিব বেপারী (২৩) নামে একজন আহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
রাব্বি ফরাজী সাফা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর ফরাজীর পুত্র। ইমন একই গ্রামের আবদুল হালিম বেপারির পুত্র।
অপর দিকে আহত আলতাফ বেপারীর পুত্র রাকিব বেপারীকে (২৩) বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, মিরুখালী বাদুরা থেকে সাফা মোটরসাইকেলযোগে তেঁতুলবাড়িয়া আসার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাব্বি ফরাজী নিহত হয়। অপর দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, কোনো অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, দুই স্কুলছাত্র নিহত
পিরোজপুরের মঠবাড়িয়ায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা লেগে রাব্বি ফরাজি (১৬) ইমন বেপারী (১৭) নামে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় রাকিব বেপারী (২৩) নামে একজন আহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
রাব্বি ফরাজী সাফা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী জাহাঙ্গীর ফরাজীর পুত্র। ইমন একই গ্রামের আবদুল হালিম বেপারির পুত্র।
অপর দিকে আহত আলতাফ বেপারীর পুত্র রাকিব বেপারীকে (২৩) বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, মিরুখালী বাদুরা থেকে সাফা মোটরসাইকেলযোগে তেঁতুলবাড়িয়া আসার পথে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাব্বি ফরাজী নিহত হয়। অপর দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, কোনো অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।