বাঞ্ছারামপুরে বিদেশি খেলোয়াড়রা নিষিদ্ধ
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ২২:৪৭:৪৭ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফুটবল মাঠে বিদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করে ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেয়রকে চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার।
রোববার সকাল ১১টায় উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন উপজেলার বিভিন্ন মাঠে বিদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করতে আবেদন করেন।
এই আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকালে বাঞ্ছারামপুরের বিভিন্ন ফুটবল মাঠে বিদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করে চিঠি দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেয়রকে। এতে তিনি উল্লেখ করেন এই নির্দেশ অমান্য করে কোনো খেলা অনুষ্ঠিত হলে তা বাতিল ঘোষণা করা হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়দের ভাড়ায় এনে খেলাচ্ছে এলাকার বিভিন্ন দল, এতে করে স্থানীয় ফুটবল খেলোয়াড়রা খেলা থেকে বঞ্চিত হচ্ছে, এতে করে নতুন খেলোয়াড় সৃষ্টি হতে পারছে না, এ নিয়ে খেলোয়াড়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বিভিন্ন মাঠে বিদেশি খেলোয়াড়রা নিজেদের মধ্যে হাতাহাতি ঘটনাও ঘটাচ্ছে, এসব ঘটনার জের ধরে রোববার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন- উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন। এই অভিযোগের প্রেক্ষিতে বিকালে বাঞ্ছারামপুরের বিভিন্ন ফুটবল মাঠে বিদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করে চিঠি দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেয়রকে।
এতে তিনি উল্লেখ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচে চারজন বিদেশি খো-লোয়ার খেলাতে পারবেন। এই নির্দেশ অমান্য করে কোনো খেলা অনুষ্ঠিত হলে তা বাতিল ঘোষণা করা হবে।
বাঞ্ছারামপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন বলেন, সম্প্রতি বিভিন্ন মাঠে দুইদলের পুরো খেলোয়াড়ই বিদেশিরা খেলেছে। বিদেশি খেলোয়াড়দের কারণে আমরা পেশাদার খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করতে পারছি না এতে করে স্থানীয় খেলোয়াড়রা হতাশায় পড়েছে। বিদেশি খেলোয়াড়রা বিভিন্ন মাঠে উচ্ছৃঙ্খল আচরণ করে আমাদের স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বিশৃঙ্খলা করে। বিদেশিদের কারণে আমাদের স্থানীয় খেলোয়াড়দের খেলা বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার বলেন, বাঞ্ছারামপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির একটি আবেদন পেয়েছি। বিদেশি খেলোয়াড়ের বিষয়ে ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেয়রকে চিঠি দেয়া হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বাঞ্ছারামপুরে বিদেশি খেলোয়াড়রা নিষিদ্ধ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফুটবল মাঠে বিদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করে ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেয়রকে চিঠি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন সরোয়ার।
রোববার সকাল ১১টায় উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন উপজেলার বিভিন্ন মাঠে বিদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করতে আবেদন করেন।
এই আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকালে বাঞ্ছারামপুরের বিভিন্ন ফুটবল মাঠে বিদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করে চিঠি দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেয়রকে। এতে তিনি উল্লেখ করেন এই নির্দেশ অমান্য করে কোনো খেলা অনুষ্ঠিত হলে তা বাতিল ঘোষণা করা হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়দের ভাড়ায় এনে খেলাচ্ছে এলাকার বিভিন্ন দল, এতে করে স্থানীয় ফুটবল খেলোয়াড়রা খেলা থেকে বঞ্চিত হচ্ছে, এতে করে নতুন খেলোয়াড় সৃষ্টি হতে পারছে না, এ নিয়ে খেলোয়াড়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বিভিন্ন মাঠে বিদেশি খেলোয়াড়রা নিজেদের মধ্যে হাতাহাতি ঘটনাও ঘটাচ্ছে, এসব ঘটনার জের ধরে রোববার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন- উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন। এই অভিযোগের প্রেক্ষিতে বিকালে বাঞ্ছারামপুরের বিভিন্ন ফুটবল মাঠে বিদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করে চিঠি দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেয়রকে।
এতে তিনি উল্লেখ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়ম অনুযায়ী প্রতি ম্যাচে চারজন বিদেশি খো-লোয়ার খেলাতে পারবেন। এই নির্দেশ অমান্য করে কোনো খেলা অনুষ্ঠিত হলে তা বাতিল ঘোষণা করা হবে।
বাঞ্ছারামপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন বলেন, সম্প্রতি বিভিন্ন মাঠে দুইদলের পুরো খেলোয়াড়ই বিদেশিরা খেলেছে। বিদেশি খেলোয়াড়দের কারণে আমরা পেশাদার খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করতে পারছি না এতে করে স্থানীয় খেলোয়াড়রা হতাশায় পড়েছে। বিদেশি খেলোয়াড়রা বিভিন্ন মাঠে উচ্ছৃঙ্খল আচরণ করে আমাদের স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে বিশৃঙ্খলা করে। বিদেশিদের কারণে আমাদের স্থানীয় খেলোয়াড়দের খেলা বন্ধ হয়ে গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার বলেন, বাঞ্ছারামপুর উপজেলা খেলোয়াড় কল্যাণ সমিতির একটি আবেদন পেয়েছি। বিদেশি খেলোয়াড়ের বিষয়ে ব্যবস্থা নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেয়রকে চিঠি দেয়া হয়েছে।