‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’
কুমিল্লা ব্যুরো
১৫ নভেম্বর ২০২০, ২২:৫২:২৩ | অনলাইন সংস্করণ
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। বৃহত্তর মুসলিম এ দেশে সব ধর্মের লোকজন স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারছে। সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
রোববার বিকালে কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউসুফ হারুন এসব কথা বলেন।
এতে জনপ্রতিনিধি, শিক্ষক,ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ইউসুফ হারুন বলেন, শেখ হাসিনার নেতৃত্ব আমাদের সরকার যখন দেশকে উন্নয়নের মডেলে পরিণত করেছে সকল ধর্ম এবং গোত্রের সমন্বয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে ঠিক তখনি দেশের পরিবেশকে অস্থিতিশীল করতে বিরোধী শক্তিগুলো বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছে।
সম্প্রতি মুরাদনগর উপজেলার কোরবানপুর এলাকায় হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি বিরোধী শক্তির একটি অশুভ চক্রান্ত দাবি করে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে, ঘটনায় সম্পৃক্ত নয় এমন কাউকে হয়রানি করা হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, ডা. যুগল ব্রহ্মচারী, মুরাদনগর থানার ওসি নাহিদ আহাম্মেদ, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার প্রমুখ।
পরে উপজেলার কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয়ে পৃথক সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশীদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, প্রফেসর শ্যামা প্রসাদ ভট্টাচার্য। পৃথক দুটি সমাবেশেই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত হয়ে শান্তিপূর্ণ এবং সহাবস্থান নিশ্চিত রাখার অঙ্গীকার করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক অর্থ-পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। বৃহত্তর মুসলিম এ দেশে সব ধর্মের লোকজন স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারছে। সংখ্যালঘুদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
রোববার বিকালে কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউসুফ হারুন এসব কথা বলেন।
এতে জনপ্রতিনিধি, শিক্ষক,ধর্মীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ইউসুফ হারুন বলেন, শেখ হাসিনার নেতৃত্ব আমাদের সরকার যখন দেশকে উন্নয়নের মডেলে পরিণত করেছে সকল ধর্ম এবং গোত্রের সমন্বয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে ঠিক তখনি দেশের পরিবেশকে অস্থিতিশীল করতে বিরোধী শক্তিগুলো বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছে।
সম্প্রতি মুরাদনগর উপজেলার কোরবানপুর এলাকায় হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাটি বিরোধী শক্তির একটি অশুভ চক্রান্ত দাবি করে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে, ঘটনায় সম্পৃক্ত নয় এমন কাউকে হয়রানি করা হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল, ডা. যুগল ব্রহ্মচারী, মুরাদনগর থানার ওসি নাহিদ আহাম্মেদ, বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার প্রমুখ।
পরে উপজেলার কোরবানপুর জিএম উচ্চ বিদ্যালয়ে পৃথক সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়। ওই সমাবেশেও প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশীদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, প্রফেসর শ্যামা প্রসাদ ভট্টাচার্য। পৃথক দুটি সমাবেশেই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত হয়ে শান্তিপূর্ণ এবং সহাবস্থান নিশ্চিত রাখার অঙ্গীকার করেন।