সুবর্ণচরে অস্ত্র ও গুলিসহ ২ যুবক গ্রেফতার
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
১৬ নভেম্বর ২০২০, ১৪:৫১:৫৪ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে অভিযান চালিয়ে শেখ ফরিদ (৩২) ও আইয়ুব নবী (৪২) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটক ফরিদ ও আইয়ুব নবী লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার শেখ ফরিদ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া ইউনিয়নের নতুনবাজার চরআলগী এলাকার নূর ইসলাম মাঝির ছেলে ও একই উপজেলার চরপরগাছা ইউনিয়নের পূর্ব চরকলাখোপা গ্রামের আহমদ উল্যার ছেলে আইয়ুব নবী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে চরজুবলী ইউনিয়নের জিয়া উদ্দিন বাজার বেড়িবাঁধ রামগতি-সুবর্ণচর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লক্ষ্মীপুর থেকে অস্ত্র বিক্রি করতে আসা শীর্ষ সন্ত্রাসী শেখ ফরিদ ও আইয়ুব নবীকে গ্রেফতার করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সুবর্ণচরে অস্ত্র ও গুলিসহ ২ যুবক গ্রেফতার
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে অভিযান চালিয়ে শেখ ফরিদ (৩২) ও আইয়ুব নবী (৪২) নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
আটক ফরিদ ও আইয়ুব নবী লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার শেখ ফরিদ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া ইউনিয়নের নতুনবাজার চরআলগী এলাকার নূর ইসলাম মাঝির ছেলে ও একই উপজেলার চরপরগাছা ইউনিয়নের পূর্ব চরকলাখোপা গ্রামের আহমদ উল্যার ছেলে আইয়ুব নবী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে চরজুবলী ইউনিয়নের জিয়া উদ্দিন বাজার বেড়িবাঁধ রামগতি-সুবর্ণচর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লক্ষ্মীপুর থেকে অস্ত্র বিক্রি করতে আসা শীর্ষ সন্ত্রাসী শেখ ফরিদ ও আইয়ুব নবীকে গ্রেফতার করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে দুটি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।