ভাড়া চাওয়ায় বাড়িওয়ালাকে প্রাণনাশের হুমকি মাদকসেবী ভাড়াটিয়ার
যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও
১৬ নভেম্বর ২০২০, ১৫:২১:৪৫ | অনলাইন সংস্করণ
ভাড়াটিয়ার কাছে বাড়ি ভাড়া চাওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভাগলপুর গ্রামের বাসিন্দা মো. আবুল হাসনাতকে (৪৪) প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে৷
এ ব্যাপারে মো. আবুল হাসনাত বাদি হয়ে বোরবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷
অভিযোগে আবুল হাসনাত উল্লেখ্য করেন, রূপগঞ্জ থানার বাসিন্দা মো. তারা মিয়াবাড়ির ছেলে মো. হানিফা (৩৫) তার বাড়ির ভাড়াটিয়া। তার কাছ থেকে কয়েক মাসের বাসা ভাড়া, বিদ্যুৎ বিল ও ধার নেয়া টাকাসহ ১৫/১৬ টাকা পান। কিন্তু কিছুদিন আগে জানতে পারেন হানিফা একজন জুয়াড়ি, নেশাগ্রস্ত ও মাদকাসক্ত।
তিনি ঘারভাড়াসহ তার পাওনা টাকা চাইতে গেলে- দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে এবং তালবাহানা করে সময় ক্ষেপণ করে আসছে। কয়েকবার টাকা দেয়ার কথা বলেও শেষ পর্যন্ত আর দেয়নি।
১৪ নভেম্বর পাওনা টাকা দেয়ার তারিখ ছিল। তার কথামতো তিনি ভাড়াটিয়ার কাছে টাকা চাইতে গেলে হানিফা এবং তার স্ত্রী নয়ন মনি (৩২) ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে মারতে আসে। আবারও পাওনা টাকা চাইতে আসলে হানিফা তার মাদকসেবী সন্ত্রাসী সহযোগীদের নিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
মাদসেবীর বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নিতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে তিনি বাদী হয়ে রোববার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, একটি অভিযোগ পেয়েছি, এসআই মুজিবুরকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে |
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভাড়া চাওয়ায় বাড়িওয়ালাকে প্রাণনাশের হুমকি মাদকসেবী ভাড়াটিয়ার
ভাড়াটিয়ার কাছে বাড়ি ভাড়া চাওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভাগলপুর গ্রামের বাসিন্দা মো. আবুল হাসনাতকে (৪৪) প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে৷
এ ব্যাপারে মো. আবুল হাসনাত বাদি হয়ে বোরবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷
অভিযোগে আবুল হাসনাত উল্লেখ্য করেন, রূপগঞ্জ থানার বাসিন্দা মো. তারা মিয়াবাড়ির ছেলে মো. হানিফা (৩৫) তার বাড়ির ভাড়াটিয়া। তার কাছ থেকে কয়েক মাসের বাসা ভাড়া, বিদ্যুৎ বিল ও ধার নেয়া টাকাসহ ১৫/১৬ টাকা পান। কিন্তু কিছুদিন আগে জানতে পারেন হানিফা একজন জুয়াড়ি, নেশাগ্রস্ত ও মাদকাসক্ত।
তিনি ঘারভাড়াসহ তার পাওনা টাকা চাইতে গেলে- দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকে এবং তালবাহানা করে সময় ক্ষেপণ করে আসছে। কয়েকবার টাকা দেয়ার কথা বলেও শেষ পর্যন্ত আর দেয়নি।
১৪ নভেম্বর পাওনা টাকা দেয়ার তারিখ ছিল। তার কথামতো তিনি ভাড়াটিয়ার কাছে টাকা চাইতে গেলে হানিফা এবং তার স্ত্রী নয়ন মনি (৩২) ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে মারতে আসে। আবারও পাওনা টাকা চাইতে আসলে হানিফা তার মাদকসেবী সন্ত্রাসী সহযোগীদের নিয়ে প্রাণনাশের হুমকি দেয়।
মাদসেবীর বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা নিতে এবং জীবনের নিরাপত্তা চেয়ে তিনি বাদী হয়ে রোববার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, একটি অভিযোগ পেয়েছি, এসআই মুজিবুরকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে |