শাক তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় শাক তুলতে গিয়ে পানিতে ডুবে শিখা মনি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শিখা মনি দিনাজপুরের কাহারোল থানার নির্মূল এলাকার শ্রী সুবল চন্দ্র বর্মণের মেয়ে। তারা সপরিবারে গাজীপুর সিটি মহানগরীর বাইমাইল এলাকায় বাসা ভাড়া থাকেন। শিখা মনি স্থানীয় বাইমাইল এলাকায় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় কাউন্সিলর মো. আব্বাছ উদ্দিন খোকন জানান, বেলা ১১টার দিকে শিখা মনি বাইমাইল এলাকায় কয়েকজন শিশুর সঙ্গে শাক তুলতে যায়। একপর্যায়ে শিখা মনি ও অপর এক শিশু সনজিত বর্মণও গভীর খাদে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন সনজিত বর্মণকে জীবিত অবস্থায় উদ্ধার করে। কিন্তু শিখা মনিকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার মো. ফজলুর রহমান জানান, বিকাল ৩টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই জায়গাটির গভীরতা প্রায় ৫০ থেকে ৬০ ফুট।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
শাক তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি বাইমাইল এলাকায় শাক তুলতে গিয়ে পানিতে ডুবে শিখা মনি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
শিখা মনি দিনাজপুরের কাহারোল থানার নির্মূল এলাকার শ্রী সুবল চন্দ্র বর্মণের মেয়ে। তারা সপরিবারে গাজীপুর সিটি মহানগরীর বাইমাইল এলাকায় বাসা ভাড়া থাকেন। শিখা মনি স্থানীয় বাইমাইল এলাকায় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় কাউন্সিলর মো. আব্বাছ উদ্দিন খোকন জানান, বেলা ১১টার দিকে শিখা মনি বাইমাইল এলাকায় কয়েকজন শিশুর সঙ্গে শাক তুলতে যায়। একপর্যায়ে শিখা মনি ও অপর এক শিশু সনজিত বর্মণও গভীর খাদে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন সনজিত বর্মণকে জীবিত অবস্থায় উদ্ধার করে। কিন্তু শিখা মনিকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের লিডার মো. ফজলুর রহমান জানান, বিকাল ৩টার দিকে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই জায়গাটির গভীরতা প্রায় ৫০ থেকে ৬০ ফুট।