বিয়ের ৬ মাস পর ২য় স্ত্রীকে হত্যা
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২০, ১৮:২৯:০৮ | অনলাইন সংস্করণ
নীলফামারীর ডিমলায় বিয়ের ৬ মাস পর তানজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় স্বামী ও তার ১ম স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- ছাতনাই বালাপাড়া গ্রামের কালটু মামুদের পুত্র জিয়াউর রহমান (৪৫) ও তার স্ত্রী মিনা বেগম (৩৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১ম স্ত্রী মিনা বেগম থাকার পরও ৬ মাস আগে জিয়াউর রহমান পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের নছির উদ্দিনের মেয়ে তালাকপ্রাপ্ত তানজিনা বেগমকে বিয়ে করে। বিয়ের পর সুকৌশলে পোস্ট অফিসে তানজিনার ৩ লাখ টাকা উত্তোলন করে তার স্বামী।
পরে মঙ্গলবার বিকালে হত্যার পর রাড়িতে লাশ রেখে তানজিনার পরিবারের লোকজনকে সংবাদ দেয় যে ডায়রিয়ায় তানজিনা মৃত্যুবরণ করেছে। রাতে তানজিনার পিতা নছির উদ্দিন বাদী হয়ে জামাতা জিয়াউল রহমান ও তার স্ত্রী মিনা বেগমকে আসামি করে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতে লাশ উদ্ধার করে আসামিদের গ্রেফতার করে।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, হত্যা মামলা দায়ের পর আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বুধবার সকালে নিহত তানজিনার লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিয়ের ৬ মাস পর ২য় স্ত্রীকে হত্যা
নীলফামারীর ডিমলায় বিয়ের ৬ মাস পর তানজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় স্বামী ও তার ১ম স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হল- ছাতনাই বালাপাড়া গ্রামের কালটু মামুদের পুত্র জিয়াউর রহমান (৪৫) ও তার স্ত্রী মিনা বেগম (৩৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ১ম স্ত্রী মিনা বেগম থাকার পরও ৬ মাস আগে জিয়াউর রহমান পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের নছির উদ্দিনের মেয়ে তালাকপ্রাপ্ত তানজিনা বেগমকে বিয়ে করে। বিয়ের পর সুকৌশলে পোস্ট অফিসে তানজিনার ৩ লাখ টাকা উত্তোলন করে তার স্বামী।
পরে মঙ্গলবার বিকালে হত্যার পর রাড়িতে লাশ রেখে তানজিনার পরিবারের লোকজনকে সংবাদ দেয় যে ডায়রিয়ায় তানজিনা মৃত্যুবরণ করেছে। রাতে তানজিনার পিতা নছির উদ্দিন বাদী হয়ে জামাতা জিয়াউল রহমান ও তার স্ত্রী মিনা বেগমকে আসামি করে ডিমলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাতে লাশ উদ্ধার করে আসামিদের গ্রেফতার করে।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, হত্যা মামলা দায়ের পর আসামিদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে ৩ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বুধবার সকালে নিহত তানজিনার লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।