কাফনের কাপড় পরে টাঙ্গাইলে বিক্ষোভ
পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কাফনের কাপড় পরে টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন। বিভিন্ন কক্ষ তালাবদ্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে সেবা নিতে আসা গ্রহীতাদের। তারা এতে অসন্তোষ প্রকাশ করেন।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
আগামী ২২ থেকে ২৬ ও ২৯-৩০ নভেম্বর তাদের দাবি বাস্তবায়নের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। ৫ ডিসেম্বর আন্দোলনকারীরা ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাফনের কাপড় পরে টাঙ্গাইলে বিক্ষোভ
পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কাফনের কাপড় পরে টাঙ্গাইলে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন। বিভিন্ন কক্ষ তালাবদ্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয়েছে সেবা নিতে আসা গ্রহীতাদের। তারা এতে অসন্তোষ প্রকাশ করেন।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্রান্ত সারসংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।
আগামী ২২ থেকে ২৬ ও ২৯-৩০ নভেম্বর তাদের দাবি বাস্তবায়নের জন্য পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। ৫ ডিসেম্বর আন্দোলনকারীরা ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।