পূবাইলে জামায়াতের আমীরসহ আটক ২
পূবাইল (গাজীপুর) প্রতিনিধি
২০ নভেম্বর ২০২০, ২২:১৩:২৬ | অনলাইন সংস্করণ
গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানার হায়দরাবাদ এলাকা থেকে জামায়াতে ইসলামীর পূবাইল থানার আমীরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পূবাইল ৩৯নং ওয়ার্ডের শুকন্দিরবাগ এলাকার মান্নানের বাড়িতে গোপন বৈঠক চলাকালীন তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পূবাইল থানা জামায়াতে ইসলামীর আমীর গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চুপাইর গ্রামের মৃত তমিজ উদ্দিনে ছেলে মো. আশরাফ আলী কাজল (৪৩) ও সদস্য সিরাজগঞ্জ জেলার সদর থানার পোরালিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মো. রেজাউল করিম (৪০)।
পুলিশ জানায়, মান্নানের বাড়িতে জামায়াতে ইসলামীর একটি দল রাষ্ট্রবিরোধী ও বিভিন্ন স্থাপনা ধ্বংসের বিষয়ে আলোচনা করার সময় এলাকাবাসী ঘেরাও দিলে দুইজনকে বইসহ গ্রেফতার করা হয়। ওই সময় বাড়ির মালিকসহ অন্য সদস্যরা পালিয়ে যায়।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া যুগান্তরকে জানান, গ্রেফতারকৃত দুইজনের নামে বিভিন্ন থানায় রাষ্ট্রবিরোধী একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পূবাইলে জামায়াতের আমীরসহ আটক ২
গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল থানার হায়দরাবাদ এলাকা থেকে জামায়াতে ইসলামীর পূবাইল থানার আমীরসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পূবাইল ৩৯নং ওয়ার্ডের শুকন্দিরবাগ এলাকার মান্নানের বাড়িতে গোপন বৈঠক চলাকালীন তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পূবাইল থানা জামায়াতে ইসলামীর আমীর গাজীপুর জেলার কালীগঞ্জ থানার চুপাইর গ্রামের মৃত তমিজ উদ্দিনে ছেলে মো. আশরাফ আলী কাজল (৪৩) ও সদস্য সিরাজগঞ্জ জেলার সদর থানার পোরালিয়া গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে মো. রেজাউল করিম (৪০)।
পুলিশ জানায়, মান্নানের বাড়িতে জামায়াতে ইসলামীর একটি দল রাষ্ট্রবিরোধী ও বিভিন্ন স্থাপনা ধ্বংসের বিষয়ে আলোচনা করার সময় এলাকাবাসী ঘেরাও দিলে দুইজনকে বইসহ গ্রেফতার করা হয়। ওই সময় বাড়ির মালিকসহ অন্য সদস্যরা পালিয়ে যায়।
পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া যুগান্তরকে জানান, গ্রেফতারকৃত দুইজনের নামে বিভিন্ন থানায় রাষ্ট্রবিরোধী একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে গাজীপুর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।