সোনারগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৬
যুগান্তর রিপোর্ট, সোনারগাঁও
২২ নভেম্বর ২০২০, ১৩:২৭:০৬ | অনলাইন সংস্করণ
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রতিপক্ষের হামলায় শিশুসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
গত শনিবার রাতে উপজেলার পিরোজপুর নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের প্রভাবশালী আলাউদ্দিন মিয়ার সঙ্গে একই এলাকার সাহাবুদ্দিন মিয়ার দীর্ঘদিন দরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে শনিবার রাতে সাহাবুদ্দিন মিয়ার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা সাহাবুদ্দিন মিয়ার ষাটোর্ধ্ব বয়সের শ্বশুর মো. সাত্তার, আছমা বেগম, আকলিমা, শান্ত ও কবিরকে পিটিয়ে মারাত্মক আহত করে।
হামলাকারীরা এ সময় শিশুসন্তান সাইদকে (১১ মাস) কোল থেকে মাটিতে ছুড়ে ফেলে দেয় এবং কয়েকটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। আহতদের চিৎকারে এ সময় আশপাশের লোকজন এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আহত আকলিমা বেগম বাদী হয়ে রোববার সকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত আকলিমা বেগম জানান, প্রভাবশালী আলাউদ্দিন মিয়া ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল, বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছে। তার ভয়ে এলাকার কোনো মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার রাতে আলাউদ্দিন মিয়া অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার বাবা, মা ও শিশুসন্তানসহ ছয়জনকে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে আলাউদ্দিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, সাহাবুদ্দিন মিয়ার পরিবারের লোকজন স্থানীয় দ্বীন ইসলাম হত্যা মামলার আসামি। এ মামলার আপস মীমাংসার জন্য সাহাবুদ্দিন মিয়া আমাদের হুমকি-ধমকি দেয়াসহ নানা প্রকার চাপ প্রয়োগ করে আসছিল। এ বিষয়টির প্রতিবাদ করায় তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়।
সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সোনারগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় আহত ৬
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রতিপক্ষের হামলায় শিশুসহ কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
গত শনিবার রাতে উপজেলার পিরোজপুর নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও গ্রামের প্রভাবশালী আলাউদ্দিন মিয়ার সঙ্গে একই এলাকার সাহাবুদ্দিন মিয়ার দীর্ঘদিন দরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিরোধের জের ধরে শনিবার রাতে সাহাবুদ্দিন মিয়ার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা সাহাবুদ্দিন মিয়ার ষাটোর্ধ্ব বয়সের শ্বশুর মো. সাত্তার, আছমা বেগম, আকলিমা, শান্ত ও কবিরকে পিটিয়ে মারাত্মক আহত করে।
হামলাকারীরা এ সময় শিশুসন্তান সাইদকে (১১ মাস) কোল থেকে মাটিতে ছুড়ে ফেলে দেয় এবং কয়েকটি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। আহতদের চিৎকারে এ সময় আশপাশের লোকজন এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় আহত আকলিমা বেগম বাদী হয়ে রোববার সকালে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত আকলিমা বেগম জানান, প্রভাবশালী আলাউদ্দিন মিয়া ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল, বালুর ব্যবসা নিয়ন্ত্রণ ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছে। তার ভয়ে এলাকার কোনো মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার রাতে আলাউদ্দিন মিয়া অতর্কিতভাবে তার বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার বাবা, মা ও শিশুসন্তানসহ ছয়জনকে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে আলাউদ্দিন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, সাহাবুদ্দিন মিয়ার পরিবারের লোকজন স্থানীয় দ্বীন ইসলাম হত্যা মামলার আসামি। এ মামলার আপস মীমাংসার জন্য সাহাবুদ্দিন মিয়া আমাদের হুমকি-ধমকি দেয়াসহ নানা প্রকার চাপ প্রয়োগ করে আসছিল। এ বিষয়টির প্রতিবাদ করায় তারা আমাদের ওপর ক্ষিপ্ত হয়।
সোনারগাঁও থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।