বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
বগুড়ার শেরপুর উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আবদুর হাই প্রামাণিক (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহসুলতান (৯)।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, বগুড়া হয়ে আল রিয়াদ পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের আমতলী এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই বাসটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন তিনজন।
আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
বগুড়ার শেরপুর উপজেলায় বাসচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
রোববার দুপুর সোয়া ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শেরপুর উপজেলার চকপাথারী গ্রামের আবদুর হাই প্রামাণিক (৬০), একই গ্রামের আল আমিন (২৮) ও ঘাসুরিয়া গ্রামের শাহসুলতান (৯)।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, বগুড়া হয়ে আল রিয়াদ পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের আমতলী এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি অটোরিকশাকে ওই বাসটি চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। এ সময় আহত হন তিনজন।
আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।