নাসিক কাউন্সিলর যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২২ নভেম্বর ২০২০, ২২:১৭:০৮ | অনলাইন সংস্করণ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির নির্দেশে তার লোকজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এসও রোড এলাকায় রেলওয়ের লিজকৃত অন্যের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগে গত ১৫ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন ওনুর জাহান নামে এক অ্যাডভোকেট। মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। জিডির এ বিষয়টি পুলিশ তদন্ত করছে।
সাধারণ ডায়েরিতে অ্যাডভোকেট ওনুর জাহান উল্লেখ করেন, তার বাবা আনোয়ার উল্লাহ তালুকদারের ক্রয়কৃত সম্পত্তি সংলগ্ন রেলওয়ে কর্তৃক হুকুম দখলিকৃত ২০৮ শতাংশ জমি ১৯৭৭ সাল থেকে লিজ নিয়ে ভোগদখল করে আসছেন। বর্তমানে ৩৩৯৬, ৩৩৯৭, ৩৩৯৯ দাগের ৫৭ শতাংশ জমি লিজ হিসেবে ভোগদখলে রয়েছে।
তিনি জানান, ২০১১ সালে তার বাবা মারা যাওয়ার পর তিনিসহ তার ভাইবোনেরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমি লিজ নিয়ে সরকার নির্ধারিত খাজনা পরিশোধ করে উক্ত সম্পত্তি ভোগদখলে আছেন। কিন্তু কিছুদিন ধরে স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতির নির্দেশে সুমিলপাড়ার মৃত আবদুল করিম কসাইয়ের ছেলে পানি আক্তার তার লোকজন নিয়ে আমাদের লিজকৃত জমি দখলে নেয়ার চেষ্টা করছে।
জিডিতে উল্লেখ করেছেন- লিজকৃত সম্পত্তি দখল করার সময় বাধা দিলে তাদের হত্যা করবে বলে হুমকি দেয়া হচ্ছে।
জিডির এ বিষয়টি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দিন।
এ বিষয়ে কাউন্সিলর মতিউর রহমান মতি জানান, রেলওয়ের লিজকৃত জমি দখলে নেয়ার চেষ্টার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়টি আমি জানিও না; হুমকি দেয়া তো দূরের কথা।
জিডি দায়ের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দিন বলেন, এ বিষয়টি তদন্ত করতে আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নাসিক কাউন্সিলর যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলচেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির নির্দেশে তার লোকজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এসও রোড এলাকায় রেলওয়ের লিজকৃত অন্যের জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ অভিযোগে গত ১৫ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন ওনুর জাহান নামে এক অ্যাডভোকেট। মতিউর রহমান মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি। জিডির এ বিষয়টি পুলিশ তদন্ত করছে।
সাধারণ ডায়েরিতে অ্যাডভোকেট ওনুর জাহান উল্লেখ করেন, তার বাবা আনোয়ার উল্লাহ তালুকদারের ক্রয়কৃত সম্পত্তি সংলগ্ন রেলওয়ে কর্তৃক হুকুম দখলিকৃত ২০৮ শতাংশ জমি ১৯৭৭ সাল থেকে লিজ নিয়ে ভোগদখল করে আসছেন। বর্তমানে ৩৩৯৬, ৩৩৯৭, ৩৩৯৯ দাগের ৫৭ শতাংশ জমি লিজ হিসেবে ভোগদখলে রয়েছে।
তিনি জানান, ২০১১ সালে তার বাবা মারা যাওয়ার পর তিনিসহ তার ভাইবোনেরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমি লিজ নিয়ে সরকার নির্ধারিত খাজনা পরিশোধ করে উক্ত সম্পত্তি ভোগদখলে আছেন। কিন্তু কিছুদিন ধরে স্থানীয় কাউন্সিলর মতিউর রহমান মতির নির্দেশে সুমিলপাড়ার মৃত আবদুল করিম কসাইয়ের ছেলে পানি আক্তার তার লোকজন নিয়ে আমাদের লিজকৃত জমি দখলে নেয়ার চেষ্টা করছে।
জিডিতে উল্লেখ করেছেন- লিজকৃত সম্পত্তি দখল করার সময় বাধা দিলে তাদের হত্যা করবে বলে হুমকি দেয়া হচ্ছে।
জিডির এ বিষয়টি তদন্ত করছেন সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দিন।
এ বিষয়ে কাউন্সিলর মতিউর রহমান মতি জানান, রেলওয়ের লিজকৃত জমি দখলে নেয়ার চেষ্টার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ বিষয়টি আমি জানিও না; হুমকি দেয়া তো দূরের কথা।
জিডি দায়ের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফরিদ উদ্দিন বলেন, এ বিষয়টি তদন্ত করতে আদালতের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।