কুমিল্লায় শুল্ক ফাঁকি দিয়ে সিগারেট বিক্রি, গ্রেফতার ২
কুমিল্লা ব্যুরো
২২ নভেম্বর ২০২০, ২২:৩৮:৫৬ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে সিগারেট বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে নগরীর অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৯ হাজার প্যাকেট অবৈধ পাইলট সিগারেট উদ্ধার করা হয়।
রোববার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার র্যাব-১১ সিপিসি-২।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার চৌদ্দগ্রাম থানার মুন্সিরহাট গ্রামের মৃত রাজ্জাক উদ্দিনের ছেলে মো. ইউসুফ আলী (২১) এবং একই থানার পৌটকরা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. শাহাদাৎ হোসেন (৩০)।
র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত সরকারি জাল রেভিনিউ স্ট্যাম্প সিগারেটের প্যাকেটে ব্যবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধ সিগারেটের ব্যবসা করে আসছিলেন। চক্রটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এসব সিগারেট বাজারজাত করত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অবৈধ সিগারেট বাজারজাত করার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় শুল্ক ফাঁকি দিয়ে সিগারেট বিক্রি, গ্রেফতার ২
কুমিল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে সিগারেট বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার রাতে নগরীর অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৯ হাজার প্যাকেট অবৈধ পাইলট সিগারেট উদ্ধার করা হয়।
রোববার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার র্যাব-১১ সিপিসি-২।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার চৌদ্দগ্রাম থানার মুন্সিরহাট গ্রামের মৃত রাজ্জাক উদ্দিনের ছেলে মো. ইউসুফ আলী (২১) এবং একই থানার পৌটকরা গ্রামের মফিজুর রহমানের ছেলে মো. শাহাদাৎ হোসেন (৩০)।
র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত সরকারি জাল রেভিনিউ স্ট্যাম্প সিগারেটের প্যাকেটে ব্যবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধ সিগারেটের ব্যবসা করে আসছিলেন। চক্রটি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে এসব সিগারেট বাজারজাত করত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অবৈধ সিগারেট বাজারজাত করার কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।