কোম্পানীগঞ্জে ১৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
নোয়াখালী প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২০, ১৫:০৪:০৩ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১৩ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনসহ ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৯টি প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাতজন প্রয়াত নেতার স্মরণে আয়োজিত স্মরণসভায় কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কোম্পানীগঞ্জে ১৯ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ১৩ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনসহ ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৯টি প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাতজন প্রয়াত নেতার স্মরণে আয়োজিত স্মরণসভায় কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।