নগরকান্দায় আ’লীগ অফিস ভাংচুর মামলায় ৫ জন জেলহাজতে
ফরিদপুর ব্যুরো
২৩ নভেম্বর ২০২০, ২২:৩৮:৪৭ | অনলাইন সংস্করণ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাংচুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের মামলায় হাজিরা দিতে এসে পাঁচ আসামির জামিন নামঞ্জুর হয়েছে। সোমবার দুপুরে আদালতের ম্যাজিস্ট্রেট ফারুকুজ্জামান পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেলহাজতে যাওয়া ব্যক্তিরা হলেন- রাজু খান, মেহেদী ফকির, মিলন মোল্যা ও সুজন।
মামলার সূত্রে জানা যায়, চলতি বছরর গত ১৯ জুন শতাধিক ব্যক্তি তালমা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পাটোয়ারী ও তার ছেলেসহ অর্ধশত ব্যক্তির ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ব্যাপক ভাংচুর চালায়। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।
এ ঘটনায় ২১ জুন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পাটোয়ারী বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার আদালতে ৫ আসামি হাজিরা দিতে গেলে আদালতের ম্যাজিস্ট্রেট ফারুকুজ্জামান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নগরকান্দায় আ’লীগ অফিস ভাংচুর মামলায় ৫ জন জেলহাজতে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন আওয়ামী লীগ অফিস ভাংচুর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুরের মামলায় হাজিরা দিতে এসে পাঁচ আসামির জামিন নামঞ্জুর হয়েছে। সোমবার দুপুরে আদালতের ম্যাজিস্ট্রেট ফারুকুজ্জামান পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
জেলহাজতে যাওয়া ব্যক্তিরা হলেন- রাজু খান, মেহেদী ফকির, মিলন মোল্যা ও সুজন।
মামলার সূত্রে জানা যায়, চলতি বছরর গত ১৯ জুন শতাধিক ব্যক্তি তালমা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে প্রবেশ করে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পাটোয়ারী ও তার ছেলেসহ অর্ধশত ব্যক্তির ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে ব্যাপক ভাংচুর চালায়। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করে।
এ ঘটনায় ২১ জুন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পাটোয়ারী বাদী হয়ে ৪২ জনের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার আদালতে ৫ আসামি হাজিরা দিতে গেলে আদালতের ম্যাজিস্ট্রেট ফারুকুজ্জামান তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।