সিলেট সীমান্তে গ্রেফতার দুই নাইজেরিয়ান কারাগারে
সিলেট ব্যুরো
২৩ নভেম্বর ২০২০, ২৩:০৫:০৯ | অনলাইন সংস্করণ
সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল নাইজেরিয়ান দুই নাগরিক। তবে শেষ রক্ষা হয়নি। মধ্যরাতে ধরা পড়তে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।
শনিবার মধ্যরাতে সিলেট শহরতলির বটেশ্বর থেকে তাদের গ্রেফতার করে র্যাইব-৯। পরে তাদের মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব জানায়, শনিবার রাত ১টায় র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল সিলেট শহরতলির শাহপরাণ থানাধীন বটেশ্বর বাজার থেকে প্রাপ্তবয়স্ক নাইজেরিয়ান দুই নাগরিককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া ভিসাধারী একটি পাসপোর্ট, একটি বিমানের টিকিট, ড্রাইভিং লাইসেন্স একটি, ৪৩২০ টাকার ভারতীয় রুপি, ১৩০০ বাংলাদেশি টাকা, ২টি মোবাইল ও ২টি সিম উদ্ধার করে র্যাব।
এ বিষয়ে র্যাব-৯ এর অপারেশন কমান্ডার মো. কামরুজ্জামান যুগান্তরকে জানান, আটক দুই নাইজেরিয়ান নাগরিককে ‘ফরেনার অ্যাক্ট’ আইনে মামলা দায়েরপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, তারা কী উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তা জানা যায়নি।
তবে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ওসি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নাইজেরিয়ান জানান তারা বাংলাদেশে গার্মেন্ট করার জন্য এসেছেন। র্যাহবের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সিলেট সীমান্তে গ্রেফতার দুই নাইজেরিয়ান কারাগারে
সিলেটের জাফলং সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল নাইজেরিয়ান দুই নাগরিক। তবে শেষ রক্ষা হয়নি। মধ্যরাতে ধরা পড়তে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।
শনিবার মধ্যরাতে সিলেট শহরতলির বটেশ্বর থেকে তাদের গ্রেফতার করে র্যাইব-৯। পরে তাদের মামলা দায়েরপূর্বক সংশ্লিষ্ট থানার মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
র্যাব জানায়, শনিবার রাত ১টায় র্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে একটি দল সিলেট শহরতলির শাহপরাণ থানাধীন বটেশ্বর বাজার থেকে প্রাপ্তবয়স্ক নাইজেরিয়ান দুই নাগরিককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ভুয়া ভিসাধারী একটি পাসপোর্ট, একটি বিমানের টিকিট, ড্রাইভিং লাইসেন্স একটি, ৪৩২০ টাকার ভারতীয় রুপি, ১৩০০ বাংলাদেশি টাকা, ২টি মোবাইল ও ২টি সিম উদ্ধার করে র্যাব।
এ বিষয়ে র্যাব-৯ এর অপারেশন কমান্ডার মো. কামরুজ্জামান যুগান্তরকে জানান, আটক দুই নাইজেরিয়ান নাগরিককে ‘ফরেনার অ্যাক্ট’ আইনে মামলা দায়েরপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তিনি বলেন, তারা কী উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল তা জানা যায়নি।
তবে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (র.) থানার ওসি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই নাইজেরিয়ান জানান তারা বাংলাদেশে গার্মেন্ট করার জন্য এসেছেন। র্যাহবের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।