কাপড় কাটা কাঁচি দিয়ে ছোট ভাইকে খুন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ০০:১৮:১৭ | অনলাইন সংস্করণ
গাইবান্ধার পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কাপড় কাটা কাঁচি দিয়ে ছোট ভাইকে খুনের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টার দিকে উপজেলার মহদীপুর ইউপির ঝালিঙ্গী গ্রামে।
নিহত শাপলা (৫০) ঝালিঙ্গী গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বড় ভাই আদম আলীর (৫৫) সঙ্গে তার আপন ছোট ভাই শাপলা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৯টার দিকে ঢোলভাংগা বাজারের জিয়া টেইলারিংয়ের সামনে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এরই এক পর্যায়ে বড় ভাই আদম আলী জিয়া টেইলারিং থেকে একটি কাঁচি বের করে ছোট ভাই শাপলার বুকে ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় শাপলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাপড় কাটা কাঁচি দিয়ে ছোট ভাইকে খুন
গাইবান্ধার পলাশবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কাপড় কাটা কাঁচি দিয়ে ছোট ভাইকে খুনের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৯টার দিকে উপজেলার মহদীপুর ইউপির ঝালিঙ্গী গ্রামে।
নিহত শাপলা (৫০) ঝালিঙ্গী গ্রামের মৃত আজিম উদ্দীনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বড় ভাই আদম আলীর (৫৫) সঙ্গে তার আপন ছোট ভাই শাপলা মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাত ৯টার দিকে ঢোলভাংগা বাজারের জিয়া টেইলারিংয়ের সামনে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
এরই এক পর্যায়ে বড় ভাই আদম আলী জিয়া টেইলারিং থেকে একটি কাঁচি বের করে ছোট ভাই শাপলার বুকে ঢুকিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় শাপলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।