গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো চিকিৎসকদের কর্মবিরতি চলছে
গোপালগঞ্জ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২০, ১৫:০২:৪২ | অনলাইন সংস্করণ
গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত সব চিকিৎসক দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জ বিএমএর আয়োজনে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক ও পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
গত ১৮ নভেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ১০ শয্যাবিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার আসামি নাজিম খন্দকারের বিচারের দাবিতে কর্মবিরতি পালন করা হয়।
এ সময় বিএমএ সভাপতি মইন উদ্দিন, বিএমএ সাধারণ সম্পাদক ডা. হূমায়ুন কবির, শেখ সায়ের খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ (শিশু বিভাগ) আবদুল্লাহ আল মাহামুদ, ডা. আহম্মদুল কবিরসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আসামি নাজিম খন্দকারকে রাতে গ্রেফতার করে পুলিশ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো চিকিৎসকদের কর্মবিরতি চলছে
গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মরত সব চিকিৎসক দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা।
মঙ্গলবার সকালে গোপালগঞ্জ বিএমএর আয়োজনে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক ও পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা ২ ঘণ্টা কর্মবিরতি পালন করেন।
গত ১৮ নভেম্বর গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ১০ শয্যাবিশিষ্ট পল্লী স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেনের ওপর সন্ত্রাসী হামলার আসামি নাজিম খন্দকারের বিচারের দাবিতে কর্মবিরতি পালন করা হয়।
এ সময় বিএমএ সভাপতি মইন উদ্দিন, বিএমএ সাধারণ সম্পাদক ডা. হূমায়ুন কবির, শেখ সায়ের খাতুন মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ (শিশু বিভাগ) আবদুল্লাহ আল মাহামুদ, ডা. আহম্মদুল কবিরসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আসামি নাজিম খন্দকারকে রাতে গ্রেফতার করে পুলিশ।