ওসমানী হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থা ঢেলে সাজানো হবে: পররাষ্ট্রমন্ত্রী
সিলেট ব্যুরো
২৪ নভেম্বর ২০২০, ২১:২৭:৩৪ | অনলাইন সংস্করণ
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সবদিক দিকে এগিয়ে যাচ্ছে। মহামারির শুরুর দিকে অল্প কয়েকজনের করোনাভাইরাস পরীক্ষা করা হতো, এখন প্রতিদিন কয়েক শতাধিক মানুষের পরীক্ষা করা হচ্ছে। অবকাঠামোগত দিক দিয়েও এ হাসপাতালে অনেক উন্নতি হয়েছে।
তিনি বলেন, এখানে ডায়াগনস্টিক অর্থাৎ রোগ নির্ণয় নিয়ে মানুষের কিছু অভিযোগ আছে। দশম তলা বিশিষ্ট নতুন ভবনের কাজ শেষ হলে রোগ পরীক্ষা নির্ণয়কে ঢেলে সাজানো হবে। পাশাপাশি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের জনবলসহ যা যা প্রয়োজন, তা দিতে বলে দেয়া হয়েছে।
ওসমানী হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান ও হাসপাতালের যোগদানকৃত নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে সোমবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান ও হাসপাতালের যোগদানকৃত নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমান, আবাসিক সার্জন (জেনারেল) ডা. মো. রাশেদ আশরাফ, ডা. প্রশান্ত সরকার, ডা. নূরুল ইসলাম, ডা. আবু নঈম, ডা. জলিল কায়ছার খোকন, হেলেন আহমদ, ডা. সজল এস চক্রবর্তী, ডা. সুমন রায়, কায়েছ চৌধুরী, শফিউল আলম জুয়েল, নার্সিং সুপারিন্টেনডেন্ট রেনোয়ারা আক্তার ও সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত করেন- আবদুল জলিল ও গীতা পাঠ করেন পাপ্পু চন্দ্র চন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আবদুল জব্বার, সাখাওয়াত হোসেন, আবুল খয়ের চৌধুরী, জসিম উদ্দিন সরকার, সুলেমান আহমদ, পরিমল বনিক, শিউলী আক্তার।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওসমানী হাসপাতালের রোগ নির্ণয় ব্যবস্থা ঢেলে সাজানো হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সবদিক দিকে এগিয়ে যাচ্ছে। মহামারির শুরুর দিকে অল্প কয়েকজনের করোনাভাইরাস পরীক্ষা করা হতো, এখন প্রতিদিন কয়েক শতাধিক মানুষের পরীক্ষা করা হচ্ছে। অবকাঠামোগত দিক দিয়েও এ হাসপাতালে অনেক উন্নতি হয়েছে।
তিনি বলেন, এখানে ডায়াগনস্টিক অর্থাৎ রোগ নির্ণয় নিয়ে মানুষের কিছু অভিযোগ আছে। দশম তলা বিশিষ্ট নতুন ভবনের কাজ শেষ হলে রোগ পরীক্ষা নির্ণয়কে ঢেলে সাজানো হবে। পাশাপাশি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের জনবলসহ যা যা প্রয়োজন, তা দিতে বলে দেয়া হয়েছে।
ওসমানী হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান ও হাসপাতালের যোগদানকৃত নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে তিনি প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে সোমবার রাতে নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন- হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমান ও হাসপাতালের যোগদানকৃত নতুন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিজুর রহমান রোমান, আবাসিক সার্জন (জেনারেল) ডা. মো. রাশেদ আশরাফ, ডা. প্রশান্ত সরকার, ডা. নূরুল ইসলাম, ডা. আবু নঈম, ডা. জলিল কায়ছার খোকন, হেলেন আহমদ, ডা. সজল এস চক্রবর্তী, ডা. সুমন রায়, কায়েছ চৌধুরী, শফিউল আলম জুয়েল, নার্সিং সুপারিন্টেনডেন্ট রেনোয়ারা আক্তার ও সিলেট নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়সল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত করেন- আবদুল জলিল ও গীতা পাঠ করেন পাপ্পু চন্দ্র চন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আবদুল জব্বার, সাখাওয়াত হোসেন, আবুল খয়ের চৌধুরী, জসিম উদ্দিন সরকার, সুলেমান আহমদ, পরিমল বনিক, শিউলী আক্তার।