অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুৎকর্মীদের ওপর হামলা
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ০৮:৩৩:৫৫ | অনলাইন সংস্করণ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎকর্মীরা।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দর্শা গ্রামে এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুতের ধোবাউড়া সাব জোনাল অফিস সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে একটি ফিশারি ও একটি ব্যাডমিন্টন খেলার মাঠে অবৈধ এবং বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অফিসের একটি দল উপজেলার দর্শা গ্রামে যায়।
সংযোগ বিচ্ছিন্ন করার পর দর্শা গ্রামের কয়েকজন মিলে পল্লী বিদ্যুৎকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় অফিস সহকারী আবু সাদেক ও সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর ওয়াহিদ রানা গুরুতর আহত হন। এ সময় আবু সাদেকের একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদের মধ্যে লাইনম্যান আসাদুজ্জামান, সুজন ও বিশেষ সহকারী আবদুল্লাহকে মারধর করে হামলাকারীরা।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর এজিএম আলিমুন রেজা তুহিন জানান, আবু সাদেককে ধোবাউড়া হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় ধোবাউড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুৎকর্মীদের ওপর হামলা
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎকর্মীরা।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার দর্শা গ্রামে এ ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুতের ধোবাউড়া সাব জোনাল অফিস সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে একটি ফিশারি ও একটি ব্যাডমিন্টন খেলার মাঠে অবৈধ এবং বিপজ্জনক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অফিসের একটি দল উপজেলার দর্শা গ্রামে যায়।
সংযোগ বিচ্ছিন্ন করার পর দর্শা গ্রামের কয়েকজন মিলে পল্লী বিদ্যুৎকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় অফিস সহকারী আবু সাদেক ও সহকারী এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটর ওয়াহিদ রানা গুরুতর আহত হন। এ সময় আবু সাদেকের একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদের মধ্যে লাইনম্যান আসাদুজ্জামান, সুজন ও বিশেষ সহকারী আবদুল্লাহকে মারধর করে হামলাকারীরা।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর এজিএম আলিমুন রেজা তুহিন জানান, আবু সাদেককে ধোবাউড়া হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় ধোবাউড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।