নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
নরসিংদী প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১০:২৭:৫২ | অনলাইন সংস্করণ
নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহতাবস্থায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শিবপুর উপজেলার মুরগীবের গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার আমিনুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও অজ্ঞাতনামা আরও একজন।
পুলিশ জানায়, দিবাগত রাত ৩টার দিকে ১০-১৫ জনের একদল ডাকাত শিবপুরের যোশরের সৃষ্টিঘর এলাকার মুরগীবের গ্রামের বোরহান, গোলজার ও কাঞ্জনদের বাড়িতে হানা দেয়।
এ সময় তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালালে বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকেদের খবর দেয়া হয়।
পরে ডাকাত পড়েছে বলে মসজিদে ঘোষণা দেয়া হয়। এ খবর শুনে গ্রামবাসী এসে ডাকাতদের ঘেরাও করার চেষ্টা করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেন গ্রামবাসী।
খবর পয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। এ সময় আহতাবস্থায় মানিক নামে আরও একজনকে উদ্ধার করে পুলিশ।
শিবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, নিহত ডাকাত সোহেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা, অস্ত্র মামলা, নারী নির্যাতন ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২
নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। এ সময় আহতাবস্থায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে শিবপুর উপজেলার মুরগীবের গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার আমিনুল ইসলামের ছেলে সোহেল (৩০) ও অজ্ঞাতনামা আরও একজন।
পুলিশ জানায়, দিবাগত রাত ৩টার দিকে ১০-১৫ জনের একদল ডাকাত শিবপুরের যোশরের সৃষ্টিঘর এলাকার মুরগীবের গ্রামের বোরহান, গোলজার ও কাঞ্জনদের বাড়িতে হানা দেয়।
এ সময় তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালালে বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকেদের খবর দেয়া হয়।
পরে ডাকাত পড়েছে বলে মসজিদে ঘোষণা দেয়া হয়। এ খবর শুনে গ্রামবাসী এসে ডাকাতদের ঘেরাও করার চেষ্টা করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেন গ্রামবাসী।
খবর পয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। এ সময় আহতাবস্থায় মানিক নামে আরও একজনকে উদ্ধার করে পুলিশ।
শিবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম বলেন, নিহত ডাকাত সোহেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা, অস্ত্র মামলা, নারী নির্যাতন ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।