সালিশে ওষুধ বিক্রেতাকে পিটিয়ে হত্যা: বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি স্ত্রীর
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ১১:১৫:৩৯ | অনলাইন সংস্করণ
কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর গ্রামে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে সালিশে ওষুধ বিক্রেতা গোলাম মহিউদ্দিনকে পিটিয়ে হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার স্ত্রী মাফিয়া বেগম।
আবেদনটি মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডাক গ্রহণ ও বিতরণ শাখা চিঠিটি গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী বরাবর চিঠিতে নিহতের স্ত্রী মাফিয়া বেগম আসামিদের বিচার দাবি করে বলেন, আমার চার সন্তানের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। তাদের মাসে ওষুধ লাগে ১০ হাজার টাকার, যা জোগান দিতেন আমার স্বামী তার ওষুধের ব্যবসা থেকে।
আবেদনে মাফিয়া বেগম আরও বলেন, আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে আসামিদের ফাঁসির দাবিতে এলাকায় পোস্টারিং করা হয়েছে। ঘটনাস্থল শিবনগর, চন্দনপুর, মুক্তিনগর বাজার, উপজেলাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পোস্টারিং করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও কোনো আসামি গ্রেফতার হয়নি।
উল্লেখ্য, জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য গত ১২ নভেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ ও মেম্বার আলফাজ উদ্দিনের উপস্থিতিতে জমি পরিমাপ চলার সময় পিটিয়ে হত্যা করা হয় গোলাম মহিউদ্দিনকে। এ ঘটনায় শনিবার নিহতের স্ত্রী মাফিয়া বেগম বাদী হয়ে মামলা করেন, যার মামলা নং-৬/৬৯।
এদিকে এ হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছে বাদীপক্ষ।
এ বিষয়ে মেঘনা থানার ওসি আ. মজিদ জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রধান আসামি আগে থেকেই ঢাকায় বসবাস করত, ঘটনার পর আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সালিশে ওষুধ বিক্রেতাকে পিটিয়ে হত্যা: বিচার চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি স্ত্রীর
কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর গ্রামে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের উপস্থিতিতে সালিশে ওষুধ বিক্রেতা গোলাম মহিউদ্দিনকে পিটিয়ে হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন তার স্ত্রী মাফিয়া বেগম।
আবেদনটি মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে পৌঁছায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডাক গ্রহণ ও বিতরণ শাখা চিঠিটি গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী বরাবর চিঠিতে নিহতের স্ত্রী মাফিয়া বেগম আসামিদের বিচার দাবি করে বলেন, আমার চার সন্তানের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। তাদের মাসে ওষুধ লাগে ১০ হাজার টাকার, যা জোগান দিতেন আমার স্বামী তার ওষুধের ব্যবসা থেকে।
আবেদনে মাফিয়া বেগম আরও বলেন, আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এদিকে আসামিদের ফাঁসির দাবিতে এলাকায় পোস্টারিং করা হয়েছে। ঘটনাস্থল শিবনগর, চন্দনপুর, মুক্তিনগর বাজার, উপজেলাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পোস্টারিং করা হয়েছে। এদিকে হত্যাকাণ্ডের ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও কোনো আসামি গ্রেফতার হয়নি।
উল্লেখ্য, জমিসংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য গত ১২ নভেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ ও মেম্বার আলফাজ উদ্দিনের উপস্থিতিতে জমি পরিমাপ চলার সময় পিটিয়ে হত্যা করা হয় গোলাম মহিউদ্দিনকে। এ ঘটনায় শনিবার নিহতের স্ত্রী মাফিয়া বেগম বাদী হয়ে মামলা করেন, যার মামলা নং-৬/৬৯।
এদিকে এ হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করতে বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেছে বাদীপক্ষ।
এ বিষয়ে মেঘনা থানার ওসি আ. মজিদ জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। প্রধান আসামি আগে থেকেই ঢাকায় বসবাস করত, ঘটনার পর আমরা তাকে গ্রেফতারের চেষ্টা করছি।