জনি হত্যা মামলা আমলে, মঠবাড়িয়া আ’লীগ সভাপতিসহ ১৯ জনকে অব্যাহতি
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২০, ২০:৫১:৩৯ | অনলাইন সংস্করণ
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর জনি হত্যা মামলা আমলে নিয়েছেন আদালত। মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (মঠবাড়িয়া) মামলাটি আমলে নিয়েছেন।
এর আগে এ মামলায় ২১ জনকে অভিযুক্ত করে ও মঠবাড়িয়া আওয়ামী লীগ সভাপতিসহ ১৯ জনকে অব্যাহতি দিয়ে চার্জশিট আদালতে দাখিল করে ডিবি পুলিশ। পিরোজপুর ডিবি পুলিশের কর্মকর্তা ওসি মিজানুর রহমান তদন্ত শেষে গত ১ অক্টোবর উপজেলা জুডিশিয়াল আদালতে দাখিল করেন।
মামলায় যারা অব্যাহতি পেয়েছেন তারা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, সাবেক যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, যুবলীগ সহ-সভাপতি বাবু শরীফ, আবুল কালাম মোল্লা, জুনায়েদুর রহমান (জুয়েল মেম্বার) মিজানুর রহমান ওরফে কালা মিজান, বাচ্চু বেপারি, হাফিজুর রহমান হায়দার, জাকির, দুলাল জমাদ্দার, এমাদুল হোসেন, আমির খান, বশির আহম্মেদ হাওলাদার, ভুলু, নুরুজ্জামান, মাইনুল আহসান, হানিফ হাওলাদার।
উল্লেখ্য, গত ২৫ মার্চ ২০১৯ তারিখ সকালে স্বতন্ত্রপ্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থক জনি তালুকদারকে উপজেলার গুলিশাখালীর কবুতরখালী গ্রামে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে খুন করা হয়। এ ঘটনায় জনির দু:সম্পর্কের চাচা স্বপন তালুকদার বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
জনি হত্যা মামলা আমলে, মঠবাড়িয়া আ’লীগ সভাপতিসহ ১৯ জনকে অব্যাহতি
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর জনি হত্যা মামলা আমলে নিয়েছেন আদালত। মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (মঠবাড়িয়া) মামলাটি আমলে নিয়েছেন।
এর আগে এ মামলায় ২১ জনকে অভিযুক্ত করে ও মঠবাড়িয়া আওয়ামী লীগ সভাপতিসহ ১৯ জনকে অব্যাহতি দিয়ে চার্জশিট আদালতে দাখিল করে ডিবি পুলিশ। পিরোজপুর ডিবি পুলিশের কর্মকর্তা ওসি মিজানুর রহমান তদন্ত শেষে গত ১ অক্টোবর উপজেলা জুডিশিয়াল আদালতে দাখিল করেন।
মামলায় যারা অব্যাহতি পেয়েছেন তারা হলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, সাবেক যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, যুবলীগ সহ-সভাপতি বাবু শরীফ, আবুল কালাম মোল্লা, জুনায়েদুর রহমান (জুয়েল মেম্বার) মিজানুর রহমান ওরফে কালা মিজান, বাচ্চু বেপারি, হাফিজুর রহমান হায়দার, জাকির, দুলাল জমাদ্দার, এমাদুল হোসেন, আমির খান, বশির আহম্মেদ হাওলাদার, ভুলু, নুরুজ্জামান, মাইনুল আহসান, হানিফ হাওলাদার।
উল্লেখ্য, গত ২৫ মার্চ ২০১৯ তারিখ সকালে স্বতন্ত্রপ্রার্থী রিয়াজ উদ্দিনের সমর্থক জনি তালুকদারকে উপজেলার গুলিশাখালীর কবুতরখালী গ্রামে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে খুন করা হয়। এ ঘটনায় জনির দু:সম্পর্কের চাচা স্বপন তালুকদার বাদী হয়ে ৩৬ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।