লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ ওসি হলেন আবদুল জলিল
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২০, ২২:৪৫:২৯ | অনলাইন সংস্করণ
লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার পুরস্কার পেলেন রায়পুর থানার ওসি মো. আব্দুল জলিল। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।
সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায়।
গত সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য মাদক, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ও কিশোর 'গ্যাং' রোধ ও বিট পুলিশিং সভার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সচেতন করাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রাখায় রায়পুর থানা পুলিশের এসআই মো. জাহাঙ্গীর, এএসআই আহসান মোর্শেদ, মো. মনির, জাকির হোসেন জাহাঙ্গীর আলমকে পুরস্কার প্রদান করা হয়েছে।
এ সময় লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামাণিক, মো. নুরুল ইসলামসহ সব থানার ওসি ছাড়াও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ ওসি হলেন আবদুল জলিল
লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তার পুরস্কার পেলেন রায়পুর থানার ওসি মো. আব্দুল জলিল। বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।
সভায় জেলা পুলিশ ফোর্সের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায়।
গত সেপ্টেম্বর মাসে উল্লেখযোগ্য মাদক, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ও কিশোর 'গ্যাং' রোধ ও বিট পুলিশিং সভার মাধ্যমে বিভিন্ন বিষয়ে সচেতন করাসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও গুরুত্বপূর্ণ অবদান রাখায় রায়পুর থানা পুলিশের এসআই মো. জাহাঙ্গীর, এএসআই আহসান মোর্শেদ, মো. মনির, জাকির হোসেন জাহাঙ্গীর আলমকে পুরস্কার প্রদান করা হয়েছে।
এ সময় লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রিয়াজুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মারুফা নাজনীন, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) স্পিনা রানী প্রামাণিক, মো. নুরুল ইসলামসহ সব থানার ওসি ছাড়াও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।