গাজীপুরে বাসাবাড়িতে আগুন, ২২ কক্ষ পুড়ে ছাই
গাজীপুর প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৩:৪২:৫২ | অনলাইন সংস্করণ
গাজীপুরের কোনাবাড়িতে একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে কুদ্দুস নগর এলাকায় বাবুল মিয়ার বাড়িতে এ আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে নগরীর কোনাবাড়ির কুদ্দুস নগর এলাকার বাবুল মিয়ার কলোনির একটিকক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় অন্তত ২২টি কক্ষসহ সব আসবাবপত্র।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল হামিদ জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন।তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
গাজীপুরে বাসাবাড়িতে আগুন, ২২ কক্ষ পুড়ে ছাই
গাজীপুরের কোনাবাড়িতে একটি বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২২টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাতে কুদ্দুস নগর এলাকায় বাবুল মিয়ার বাড়িতে এ আগুন লাগে।
খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে নগরীর কোনাবাড়ির কুদ্দুস নগর এলাকার বাবুল মিয়ার কলোনির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তেই আগুন পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় অন্তত ২২টি কক্ষসহ সব আসবাবপত্র।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আবদুল হামিদ জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।