পটুয়াখালীতে বিদেশি মদসহ যুবক গ্রেফতার
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৪:৩১:৩৭ | অনলাইন সংস্করণ
পটুয়াখালীর দুমকিতে বিদেশি মদসহ সাগর দে (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার লেবুখালী ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সাগর দে পটুয়াখালী সদর থানার ঠেউখালী এলাকার নারায়ণ দের ছেলে।
জানা গেছে, রাত ৮টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাগরকে আটক করে। পর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে চার বোতল মদ জব্দ করা হয়। এর মধ্যে তিন বোতল দেশি ও এক বোতল বিদেশি মদ।
দুমকি থানার এসআই সঞ্জীব কুমার সরকার জানান, মোটরসাইকেলে বিয়ে অনুষ্ঠানে মদগুলো পটুয়াখালী যাচ্ছে- সংবাদ পেয়ে লেবুখালী এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে মোটরসাইকেলসহ সাগরকে আটক করা হয়।
দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান যুগান্তরকে বলেন, সাগরের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পটুয়াখালীতে বিদেশি মদসহ যুবক গ্রেফতার
পটুয়াখালীর দুমকিতে বিদেশি মদসহ সাগর দে (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার লেবুখালী ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সাগর দে পটুয়াখালী সদর থানার ঠেউখালী এলাকার নারায়ণ দের ছেলে।
জানা গেছে, রাত ৮টার দিকে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাগরকে আটক করে। পর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে চার বোতল মদ জব্দ করা হয়। এর মধ্যে তিন বোতল দেশি ও এক বোতল বিদেশি মদ।
দুমকি থানার এসআই সঞ্জীব কুমার সরকার জানান, মোটরসাইকেলে বিয়ে অনুষ্ঠানে মদগুলো পটুয়াখালী যাচ্ছে- সংবাদ পেয়ে লেবুখালী এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে মোটরসাইকেলসহ সাগরকে আটক করা হয়।
দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান যুগান্তরকে বলেন, সাগরের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।