নোয়াখালীর সুমনবাহিনীর সেকেন্ড ইন কমান্ড রয়েল গ্রেফতার
নোয়াখালী ও কোম্পানীগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৫:৪৫:১২ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর বেগমগঞ্জের কুখ্যাত সুমন ওরফে খালাসি সুমনবাহিনীর সেকেন্ড ইন কমান্ড আবদুল করিম রয়েলকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, সোর্সের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পশ্চিম একলাসপুরে অভিযান চালিয়ে জোড়া খুনসহ অস্ত্র, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামি ও বেগমগঞ্জের কুখ্যাত সুমন ওরফে খালাসি সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আবদুল করিম রয়েলকে গ্রেফতার করা হয়।
পরে থানায় এনে জিজ্ঞাসাবাদে তার নিকটে অস্ত্র আছে স্বীকার করলে পুলিশ রাত ৩টার দিকে তাকে নিয়ে পুনরায় অভিযানে যায়। পরে উত্তর পশ্চিম একলাসপুরের নকুবেপারী বাড়ির কবরস্থান থেকে কার্তুজসহ একটি পাইপগান, ৩টি ছোরা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এটি ছাড়াও তার বিরুদ্ধে জোড়া খুন, অস্ত্র, মাদক, সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি কামরুজ্জামান শিকদার জানান।
তাকে এ মামলায় সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে আরও অস্ত্র উদ্ধারে তাকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালীর সুমনবাহিনীর সেকেন্ড ইন কমান্ড রয়েল গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জের কুখ্যাত সুমন ওরফে খালাসি সুমনবাহিনীর সেকেন্ড ইন কমান্ড আবদুল করিম রয়েলকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বেগমগঞ্জ থানার ওসি কামরুজ্জামান শিকদার জানান, সোর্সের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে পশ্চিম একলাসপুরে অভিযান চালিয়ে জোড়া খুনসহ অস্ত্র, ছিনতাই, মাদকসহ একাধিক মামলার আসামি ও বেগমগঞ্জের কুখ্যাত সুমন ওরফে খালাসি সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আবদুল করিম রয়েলকে গ্রেফতার করা হয়।
পরে থানায় এনে জিজ্ঞাসাবাদে তার নিকটে অস্ত্র আছে স্বীকার করলে পুলিশ রাত ৩টার দিকে তাকে নিয়ে পুনরায় অভিযানে যায়। পরে উত্তর পশ্চিম একলাসপুরের নকুবেপারী বাড়ির কবরস্থান থেকে কার্তুজসহ একটি পাইপগান, ৩টি ছোরা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এটি ছাড়াও তার বিরুদ্ধে জোড়া খুন, অস্ত্র, মাদক, সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি কামরুজ্জামান শিকদার জানান।
তাকে এ মামলায় সিনিয়র জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে আরও অস্ত্র উদ্ধারে তাকে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।