কুমিল্লায় কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল দুই বন্ধুর
কুমিল্লা ব্যুরো ও ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ১৮:৪৫:১৬ | অনলাইন সংস্করণ
কুমিল্লায় একটি কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর। শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল হক সজল (২৮) ও জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (২৭)। এ ঘটনায় শান্ত (২৮) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে একটি মোটরসাইকেলযোগে তিন বন্ধু ক্যান্টনমেন্ট থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে চান্দিনা যাচ্ছিলেন। পথে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া কাজিমুদ্দিন উচ্চবিদ্যালয় এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটি চাপা দেয়।
এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজল ও সোহাগকে মৃত ঘোষণা করেন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি সাফায়েত হোসেন বলেন, ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুমিল্লায় কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল দুই বন্ধুর
কুমিল্লায় একটি কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর। শুক্রবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার আদর্শ সদর উপজেলার কাচিয়াতলী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. নাজমুল হক সজল (২৮) ও জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামের আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম সোহাগ (২৭)। এ ঘটনায় শান্ত (২৮) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। তিনি আদর্শ সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকাল পৌনে ৩টার দিকে একটি মোটরসাইকেলযোগে তিন বন্ধু ক্যান্টনমেন্ট থেকে একটি অনুষ্ঠানে যোগ দিতে চান্দিনা যাচ্ছিলেন। পথে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কালাকচুয়া কাজিমুদ্দিন উচ্চবিদ্যালয় এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটি চাপা দেয়।
এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ময়নামতি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সজল ও সোহাগকে মৃত ঘোষণা করেন।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি সাফায়েত হোসেন বলেন, ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।