খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ০৮:৪০:৫০ | অনলাইন সংস্করণ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পৃথক এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামে ও বাকিলা ইউনিয়নের খলাপাড়ায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে শাখাওয়াত (২) ও বাকিলা ইউনিয়নের খলাপাড়া খাঁন বাড়ির আবুল কালাম খাঁর ছেলে ফয়সাল (৪)।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় হাজীগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের শাখাওয়াত ও বাকিলা খলাপাড়ার ফয়সাল।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
খেলতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পৃথক এলাকায় খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামে ও বাকিলা ইউনিয়নের খলাপাড়ায় এসব ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার সদর ইউনিয়নের সুবিদপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে শাখাওয়াত (২) ও বাকিলা ইউনিয়নের খলাপাড়া খাঁন বাড়ির আবুল কালাম খাঁর ছেলে ফয়সাল (৪)।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় হাজীগঞ্জ উপজেলার সুবিদপুর গ্রামের শাখাওয়াত ও বাকিলা খলাপাড়ার ফয়সাল।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।