লালপুরে চিনি শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন
লালপুর (নাটোর) প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৬:০৩:৫৩ | অনলাইন সংস্করণ
চিনি শিল্প রক্ষার দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার গোপালপুর রেলগেটে এই কর্মসূচি পালিত হয়।
নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
এসময় নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম (বকুল)।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক সুকুমার রায়, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহসাধারণ সম্পাদক নাহিদুজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা চিনি শিল্পকে নিয়ে পাঁয়তারা বন্ধের আহ্বান জানান। এছাড়া চিনিকলগুলো বহুমুখীকরণের প্রকল্প দ্রুত বাস্তবায়ন, কৃষক শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ ও দ্রুত মিলগুলো চালু করার দাবি জানান তারা। না হলে সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লালপুরে চিনি শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন
চিনি শিল্প রক্ষার দাবিতে নাটোরের লালপুরে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার গোপালপুর রেলগেটে এই কর্মসূচি পালিত হয়।
নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।
এসময় নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. গোলাম কাওছারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম (বকুল)।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক সুকুমার রায়, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহসাধারণ সম্পাদক নাহিদুজ্জামান প্রমুখ।
এসময় বক্তারা চিনি শিল্পকে নিয়ে পাঁয়তারা বন্ধের আহ্বান জানান। এছাড়া চিনিকলগুলো বহুমুখীকরণের প্রকল্প দ্রুত বাস্তবায়ন, কৃষক শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ ও দ্রুত মিলগুলো চালু করার দাবি জানান তারা। না হলে সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।