নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২০, ১৮:২৯:২২ | অনলাইন সংস্করণ
শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে সোহেল ওরফে বাবু (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের নিলক্ষিয়া সড়কের পাশে জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বাবু ওই এলাকার গোলাপ আলীর ছেলে। তিনি জেইউবি নামে একটি ইটভাটার পাহারাদার।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বাবু দীর্ঘদিন ধরে একই গ্রামে জেইউবি ইটভাটার পাহারাদার হিসেবে কাজ করে আসছিলেন। গত মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে স্বজনরা।
শনিবার সকালে রাস্তার পাশে ডোবায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, জলাশয় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনাটি রহস্যজনক। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার
শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে সোহেল ওরফে বাবু (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের নিলক্ষিয়া সড়কের পাশে জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বাবু ওই এলাকার গোলাপ আলীর ছেলে। তিনি জেইউবি নামে একটি ইটভাটার পাহারাদার।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বাবু দীর্ঘদিন ধরে একই গ্রামে জেইউবি ইটভাটার পাহারাদার হিসেবে কাজ করে আসছিলেন। গত মঙ্গলবার বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করে স্বজনরা।
শনিবার সকালে রাস্তার পাশে ডোবায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, জলাশয় থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনাটি রহস্যজনক। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।