লালমনিরহাটের চরাঞ্চলে নেসকোর বিদ্যুতায়ন
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে আওতাধীন এলাকা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার অফগ্রিড চরাঞ্চলে হোম সোলার সিস্টেম চালু করা হয়েছে। এতে চরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
শনিবার রাজশাহীতে নেসকোর সঙ্গে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ চরাঞ্চলে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান।
অন্যদের মধ্যে বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, নেসকোর চেয়ারম্যান একেএম হুমায়ুন কবীর, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কমোডর খন্দকার আক্তার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসকোর এমডি জাকিউল ইসলাম।
অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, মুজিববর্ষে দেশের যেখানে জনবসতি রয়েছে সেখানেই বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে সরকার। চরাঞ্চলের মানুষের জীবনকে আলোকিত করতে সেখানেও বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে। এতে জীবনমানের আমূল পরিবর্তন ঘটছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লালমনিরহাটের চরাঞ্চলে নেসকোর বিদ্যুতায়ন
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) মুজিববর্ষে শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে আওতাধীন এলাকা লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার অফগ্রিড চরাঞ্চলে হোম সোলার সিস্টেম চালু করা হয়েছে। এতে চরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।
শনিবার রাজশাহীতে নেসকোর সঙ্গে ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এ চরাঞ্চলে বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী মো. নুরুজ্জামান।
অন্যদের মধ্যে বিদ্যুৎ, খনিজ সম্পদ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, নেসকোর চেয়ারম্যান একেএম হুমায়ুন কবীর, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কমোডর খন্দকার আক্তার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেসকোর এমডি জাকিউল ইসলাম।
অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন, মুজিববর্ষে দেশের যেখানে জনবসতি রয়েছে সেখানেই বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ করছে সরকার। চরাঞ্চলের মানুষের জীবনকে আলোকিত করতে সেখানেও বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে। এতে জীবনমানের আমূল পরিবর্তন ঘটছে।