অসুস্থ মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ২২:০৩:০৯ | অনলাইন সংস্করণ
অবশেষে সিংড়ার অসুস্থ বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ মোসলেম উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নিলেন স্থানীয় এমপি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন উপজেলার প্রত্যন্ত অঞ্চল কালীনগর গ্রামের মৃত ইজ্জতুল্লাহ প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে ভুগছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের চিকিৎসার অভাবে সংকটাপন্ন অবস্থা- এ খবর পেয়ে প্রতিমন্ত্রী পলকের নির্দেশে তার বাড়িতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সানাউল্লাহ আল আজাদ ছানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান মোরশেদ।
এ সময় প্রতিমন্ত্রী পলকের পক্ষ থেকে তাৎক্ষণিক অসুস্থ মুক্তিযোদ্ধাকে নগদ ১০ হাজার টাকা সহযোগিতা এবং তার উন্নত চিকিৎসার জন্য দায়িত্ব নেন প্রতিনিধি টিমের সদস্যরা।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান মোরশেদ বলেন, বর্তমানে তিনি ল্যান ক্যান্সারে ভুগছেন। সেটা হার্টে ছড়িয়ে গেছে। শারীরিক অবস্থা শংকটাপন্ন। প্রতিমন্ত্রী পলকের নির্দেশনা মোতাবেক হাসপাতালে ভর্তি করা হচ্ছে। একটু সুস্থ হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেয়া যেতে পারে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে- এটা মোটেও কাম্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর তার সব দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি। তাছাড়া ওই পরিবারকে পুনর্বাসন করার ব্যবস্থা করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
অসুস্থ মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
অবশেষে সিংড়ার অসুস্থ বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ মোসলেম উদ্দিনের চিকিৎসার দায়িত্ব নিলেন স্থানীয় এমপি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন উপজেলার প্রত্যন্ত অঞ্চল কালীনগর গ্রামের মৃত ইজ্জতুল্লাহ প্রামাণিকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সার রোগে ভুগছেন।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনের চিকিৎসার অভাবে সংকটাপন্ন অবস্থা- এ খবর পেয়ে প্রতিমন্ত্রী পলকের নির্দেশে তার বাড়িতে ছুটে যান উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সানাউল্লাহ আল আজাদ ছানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান মোরশেদ।
এ সময় প্রতিমন্ত্রী পলকের পক্ষ থেকে তাৎক্ষণিক অসুস্থ মুক্তিযোদ্ধাকে নগদ ১০ হাজার টাকা সহযোগিতা এবং তার উন্নত চিকিৎসার জন্য দায়িত্ব নেন প্রতিনিধি টিমের সদস্যরা।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান মোরশেদ বলেন, বর্তমানে তিনি ল্যান ক্যান্সারে ভুগছেন। সেটা হার্টে ছড়িয়ে গেছে। শারীরিক অবস্থা শংকটাপন্ন। প্রতিমন্ত্রী পলকের নির্দেশনা মোতাবেক হাসপাতালে ভর্তি করা হচ্ছে। একটু সুস্থ হলে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেয়া যেতে পারে।
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে- এটা মোটেও কাম্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানার পর তার সব দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছি। তাছাড়া ওই পরিবারকে পুনর্বাসন করার ব্যবস্থা করা হবে।