রংপুর ডিসি অফিসে ধরা পড়ল তিন ভুয়া পরীক্ষার্থী
রংপুর ব্যুরো
২৯ নভেম্বর ২০২০, ২২:০৭:৪২ | অনলাইন সংস্করণ
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের পরীক্ষায় তিন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে।
শনিবার নিয়োগ পরীক্ষার ভাইভাতে এ ঘটনা ঘটে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই তিন ভুয়া পরীক্ষাকে দণ্ডাদেশ প্রদান করেন।
আটককৃতরা হল- মিঠাপুকুর উপজেলার ভাংনি পূর্বপাড়া গ্রামের সুশান্ত কুমার, গঙ্গাচড়া উপজেলার লাবণীদান গ্রামের মেঘনাথ চন্দ্র রায় ও রংপুর সদরের গোকুলপুর গ্রামের রাকিবুজ্জামান।
আফরিন জাহান জানান, জেলা প্রশাসন রংপুরের তৃতীয় শ্রেণির দুইটি ক্যাটাগরিতে নিয়োগের লক্ষ্যে ভাইভা পরীক্ষা চলছিল। এ সময় ভাইভা বোর্ডের কাছে ওই তিনজনকে সন্দেহ হলে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছে বলে স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রংপুর ডিসি অফিসে ধরা পড়ল তিন ভুয়া পরীক্ষার্থী
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় শ্রেণির কর্মচারী নিয়োগের পরীক্ষায় তিন ভুয়া পরীক্ষার্থী ধরা পড়েছে। তাদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম সাজা দেয়া হয়েছে।
শনিবার নিয়োগ পরীক্ষার ভাইভাতে এ ঘটনা ঘটে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই তিন ভুয়া পরীক্ষাকে দণ্ডাদেশ প্রদান করেন।
আটককৃতরা হল- মিঠাপুকুর উপজেলার ভাংনি পূর্বপাড়া গ্রামের সুশান্ত কুমার, গঙ্গাচড়া উপজেলার লাবণীদান গ্রামের মেঘনাথ চন্দ্র রায় ও রংপুর সদরের গোকুলপুর গ্রামের রাকিবুজ্জামান।
আফরিন জাহান জানান, জেলা প্রশাসন রংপুরের তৃতীয় শ্রেণির দুইটি ক্যাটাগরিতে নিয়োগের লক্ষ্যে ভাইভা পরীক্ষা চলছিল। এ সময় ভাইভা বোর্ডের কাছে ওই তিনজনকে সন্দেহ হলে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছে বলে স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।