নানার বাড়িতে সড়কের পাশে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ২২:১০:২১ | অনলাইন সংস্করণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সড়কের পাশে খেলতে গিয়ে ট্রাকের ধাক্কায় সোহান (৪) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার সকালে পোজনা ইউনিয়নের পার-জামিরতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহন ভাটপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে। এ ঘটনায় এলাকাবাসী চালকসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন।
আটককৃতরা হলেন ট্রাকের চালক জেলহক হোসেন, হেলপার ইমরান হোসেন ও আলামিন হোসেন।
এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিশু সোহান পার-জামিরতা গ্রামে নানার বাড়ি বেড়াতে গিয়ে সড়কের পাশে খেলা করছিল। এ সময় ট্রাকটি শিশু সোহানকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশপাশের লোকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা য়ায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে নিহতের নানা নিজাম উদ্দিন জানান, এ দিন সকালে মায়ের সঙ্গে সোহান তার বাড়িতে বেড়াতে আসে। এরপর সবার অজান্তে সে সড়কের পাশে খেলতে যায়। ফলে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নানার বাড়িতে সড়কের পাশে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নানার বাড়ি বেড়াতে গিয়ে সড়কের পাশে খেলতে গিয়ে ট্রাকের ধাক্কায় সোহান (৪) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার সকালে পোজনা ইউনিয়নের পার-জামিরতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোহন ভাটপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে। এ ঘটনায় এলাকাবাসী চালকসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন।
আটককৃতরা হলেন ট্রাকের চালক জেলহক হোসেন, হেলপার ইমরান হোসেন ও আলামিন হোসেন।
এলাকাবাসী জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিশু সোহান পার-জামিরতা গ্রামে নানার বাড়ি বেড়াতে গিয়ে সড়কের পাশে খেলা করছিল। এ সময় ট্রাকটি শিশু সোহানকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশপাশের লোকজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা কমপ্লেক্সে নেয়ার পথে সে মারা য়ায়। এ ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে নিহতের নানা নিজাম উদ্দিন জানান, এ দিন সকালে মায়ের সঙ্গে সোহান তার বাড়িতে বেড়াতে আসে। এরপর সবার অজান্তে সে সড়কের পাশে খেলতে যায়। ফলে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ খান জানান, শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।