পুলিশি হামলার প্রতিবাদে রংপুরের ফটো সাংবাদিকদের অবস্থান ধর্মঘট
রংপুর ব্যুরো
২৯ নভেম্বর ২০২০, ২২:২৮:৩০ | অনলাইন সংস্করণ
রংপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিকের ওপর পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করেছে রংপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)। রোববার বেলা ১১টায় রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।
এতে অংশগ্রহণ করে- রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, টিসিএ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তাজহাট থানা প্রেস ক্লাব, মাহিগঞ্জ প্রেস ক্লাব, হাজীরহাট প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- টিসিএর সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, একুশে টিভি ও সংবাদ পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল, বৈশাখী টিভির রংপুর প্রতিনিধি আফতাব হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রংপুর ব্যুরোপ্রধান নজরুল ইসলাম রাজু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা কমিটির সভাপতি শফিউল করিম শফিক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, কৃষক সংগ্রাম পরিষদের নেতা অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আদর রহমান, টিসিএর সভাপতি শাহ নেওয়াজ জনি প্রমুখ।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, ঘটনার ১১ দিনেও দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর মঙ্গলবার সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে পেশাগত দায়িত্ব পালনের সময় বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশি হামলার শিকার হন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন টিসিএর সদস্য লিমন রহমান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পুলিশি হামলার প্রতিবাদে রংপুরের ফটো সাংবাদিকদের অবস্থান ধর্মঘট
রংপুরে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটো সাংবাদিকের ওপর পুলিশি হামলার ঘটনার প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন করেছে রংপুর টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)। রোববার বেলা ১১টায় রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়।
এতে অংশগ্রহণ করে- রংপুর প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেস ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, টিসিএ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তাজহাট থানা প্রেস ক্লাব, মাহিগঞ্জ প্রেস ক্লাব, হাজীরহাট প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- টিসিএর সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, একুশে টিভি ও সংবাদ পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদল, বৈশাখী টিভির রংপুর প্রতিনিধি আফতাব হোসেন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রংপুর ব্যুরোপ্রধান নজরুল ইসলাম রাজু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, মাহিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাবলু নাগ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা কমিটির সভাপতি শফিউল করিম শফিক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, কৃষক সংগ্রাম পরিষদের নেতা অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ, রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আদর রহমান, টিসিএর সভাপতি শাহ নেওয়াজ জনি প্রমুখ।
সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, ঘটনার ১১ দিনেও দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর মঙ্গলবার সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানে পেশাগত দায়িত্ব পালনের সময় বাকবিতণ্ডার একপর্যায়ে পুলিশি হামলার শিকার হন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরাপারসন টিসিএর সদস্য লিমন রহমান।