কম খরচে বেশি সুফলদায়ক প্রযুক্তির উদ্ভাবন করতে হবে
ফরিদপুর ব্যুরো
২৯ নভেম্বর ২০২০, ২২:৩৪:২৬ | অনলাইন সংস্করণ
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার কম খরচে বেশি সুফলদায়ক প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আমাদের আগামী দিনের চাহিদার কথা স্মরণে রেখে কম খরচে বেশি সুফলদায়ক প্রযুক্তির উদ্ভাবন করতে হবে। আগামী দিনে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের প্রযুক্তিরও পরিবর্তন ঘটাতে হবে।
রোববার কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা স্লোগানের মধ্য দিয়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, স্বল্প খরচে অধিক বিদ্যুৎ উৎপাদনের জন্য গবেষণা করতে হবে। সম্পদের ক্ষতি না করে নতুন সম্পদ তৈরি করতে হবে।
ফরিদপুর জেলার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে অতুল সরকার বলেন, আমাদের দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। কমপক্ষে নিজ বসতি স্থানের তথা ফরিদপুর সম্পর্কে জানতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বাংলাদেশ এখন অতুলনীয়ভাবে এগিয়ে যাচ্ছে। জিডিপি স্ট্যান্ডার্ড একইভাবে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু হয়ে গেছে, আর মাত্র দুইটি স্প্যান বাকি আছে। প্রযুক্তির ব্যবহার দিন দিন সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক বর্তমানে নভেল করোনার সময়ে সবাইকে সচেতন হতে নির্দেশ দেন।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহ মো. সজীব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সৃষ্টি। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল বাসার। প্রতিযোগিতায় আটটি উচ্চ বিদ্যালয় ও পাঁচটি কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কম খরচে বেশি সুফলদায়ক প্রযুক্তির উদ্ভাবন করতে হবে
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার কম খরচে বেশি সুফলদায়ক প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, আমাদের আগামী দিনের চাহিদার কথা স্মরণে রেখে কম খরচে বেশি সুফলদায়ক প্রযুক্তির উদ্ভাবন করতে হবে। আগামী দিনে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের প্রযুক্তিরও পরিবর্তন ঘটাতে হবে।
রোববার কোভিড-১৯ এবং স্বাস্থ্য সুরক্ষা স্লোগানের মধ্য দিয়ে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, স্বল্প খরচে অধিক বিদ্যুৎ উৎপাদনের জন্য গবেষণা করতে হবে। সম্পদের ক্ষতি না করে নতুন সম্পদ তৈরি করতে হবে।
ফরিদপুর জেলার ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে অতুল সরকার বলেন, আমাদের দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে হবে। কমপক্ষে নিজ বসতি স্থানের তথা ফরিদপুর সম্পর্কে জানতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বাংলাদেশ এখন অতুলনীয়ভাবে এগিয়ে যাচ্ছে। জিডিপি স্ট্যান্ডার্ড একইভাবে এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু হয়ে গেছে, আর মাত্র দুইটি স্প্যান বাকি আছে। প্রযুক্তির ব্যবহার দিন দিন সাফল্যের সঙ্গে এগিয়ে যাচ্ছে। জেলা প্রশাসক বর্তমানে নভেল করোনার সময়ে সবাইকে সচেতন হতে নির্দেশ দেন।
ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহ মো. সজীব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবা আক্তার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সৃষ্টি। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবুল বাসার। প্রতিযোগিতায় আটটি উচ্চ বিদ্যালয় ও পাঁচটি কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকে ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।