পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল বিষধর ‘চন্দ্রবোড়া’
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১০:৩৪:৩২ | অনলাইন সংস্করণ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একটি পুকুরে মাছ ধরতে গিয়ে বিষধর সাপ ‘চন্দ্রবোড়া’ (রাসেল ভাইপার) পাওয়া গেছে।
রোববার উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের মিতারা গ্রামে অপু মণ্ডল নামে এক ব্যক্তি পুকুরে ওই বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপটি পাওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষধর সাপটি উদ্ধার করে খাচায় ভরে বন্দি করে রাখা হয়।
অপু মণ্ডল জানান, পুকুরে মাছ ধরতে গিয়ে দেখা যায়, কচুরিপানার ভেতরে একটি ৪-৫ ফিটের একটি সাপ। প্রথমে মনে হয়েছিল অজগর সাপ। এর পর ইন্টারনেটের মাধ্যমে চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাসের কাছে ছবি পাঠিয়ে জানতে পারি এটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) বিষধর সাপ।
তিনি আরও জানান, সোমবার সাপটিকে চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এটি নাকি তারা এন্টি ভেনম তৈরির কাজে ব্যবহার করবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল বিষধর ‘চন্দ্রবোড়া’
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় একটি পুকুরে মাছ ধরতে গিয়ে বিষধর সাপ ‘চন্দ্রবোড়া’ (রাসেল ভাইপার) পাওয়া গেছে।
রোববার উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের মিতারা গ্রামে অপু মণ্ডল নামে এক ব্যক্তি পুকুরে ওই বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপটি পাওয়া যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিষধর সাপটি উদ্ধার করে খাচায় ভরে বন্দি করে রাখা হয়।
অপু মণ্ডল জানান, পুকুরে মাছ ধরতে গিয়ে দেখা যায়, কচুরিপানার ভেতরে একটি ৪-৫ ফিটের একটি সাপ। প্রথমে মনে হয়েছিল অজগর সাপ। এর পর ইন্টারনেটের মাধ্যমে চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারের কর্মকর্তা বোরহান বিশ্বাসের কাছে ছবি পাঠিয়ে জানতে পারি এটি রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) বিষধর সাপ।
তিনি আরও জানান, সোমবার সাপটিকে চট্টগ্রাম ভেনম রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়ার কথা রয়েছে। এটি নাকি তারা এন্টি ভেনম তৈরির কাজে ব্যবহার করবে।