নোয়াখালীতে অটোরিকশাচাপায় স্কুলছাত্র নিহত
নোয়াখালী প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১১:০৫:১৯ | অনলাইন সংস্করণ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত স্কুলছাত্রের নাম জাহিদুল হাসান সিয়াস (১০)। সে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইয়াকুব আলীরবাড়ির আবু তাহের খোকনের ছেলে এবং স্থানীয় শান্তিরহাট প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম জানান, সিয়াম বিকালে উপজেলার চরহাজারী ইউনিয়নে বাড়ির সামনের খেলা করছিল। এ সময় দ্রুতগতির ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সিয়াস।
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদরের একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার সকাল ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, এ ব্যাপারে অটোরিকশাচালকের বিরুদ্ধে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নোয়াখালীতে অটোরিকশাচাপায় স্কুলছাত্র নিহত
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত স্কুলছাত্রের নাম জাহিদুল হাসান সিয়াস (১০)। সে উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইয়াকুব আলীরবাড়ির আবু তাহের খোকনের ছেলে এবং স্থানীয় শান্তিরহাট প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম জানান, সিয়াম বিকালে উপজেলার চরহাজারী ইউনিয়নে বাড়ির সামনের খেলা করছিল। এ সময় দ্রুতগতির ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দিলে গুরুতর আহত হয় সিয়াস।
তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদরের একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। সোমবার সকাল ৯টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, এ ব্যাপারে অটোরিকশাচালকের বিরুদ্ধে অভিযোগ করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।