আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতিকে সংবর্ধনা
যুগান্তর রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১২:৪৭:২২ | অনলাইন সংস্করণ
নবগঠিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কমিটিতে হাজী বশির আহমেদকে সহসভাপতি নির্বাচিত করায় বেরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবর্ধনা দেন।
ঢাকা উত্তরের ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বেরাইদ এলাকায় গত শনিবার ওই সংবর্ধনার আয়োজন করে।
বেরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সৈকতের সভাপতিত্বে বক্তব্য দেন, ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্য হাজী জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা হাজী আমজাদ হেসেন, আওয়ামী লীগ নেতা হেলাল আহমেদ অয়ন, শহিদুল ইসলাম বেপারী, হাজী মশিউর রহমান, শ্যামল, বুলবুল আহমেদ, রাইন ইউনিয়ন যুবলীগ নেতা রুবেল প্রমুখ।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হাজী বশির আহমেদ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা পালন করছেন।
জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে গণআন্দোলনে অংশ নিয়েছি। ১৯৭০ সালে আওয়ামী লীগকে জয়ী করতে বেরাইদ ইউনিয়নে কাজ করেছি।
১৯৭১ সালে আমরা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ নেই। আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা কথা বলে তারা জামাত-বিএনপির প্রেতাত্মা। তাদের এ মন্তব্য ও ষড়যন্ত্র রুখে দেয়া হবে। অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মী স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতিকে সংবর্ধনা
নবগঠিত ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ কমিটিতে হাজী বশির আহমেদকে সহসভাপতি নির্বাচিত করায় বেরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংবর্ধনা দেন।
ঢাকা উত্তরের ৪২নং ওয়ার্ড আওয়ামী লীগ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বেরাইদ এলাকায় গত শনিবার ওই সংবর্ধনার আয়োজন করে।
বেরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম সৈকতের সভাপতিত্বে বক্তব্য দেন, ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্য হাজী জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্র নেতা হাজী আমজাদ হেসেন, আওয়ামী লীগ নেতা হেলাল আহমেদ অয়ন, শহিদুল ইসলাম বেপারী, হাজী মশিউর রহমান, শ্যামল, বুলবুল আহমেদ, রাইন ইউনিয়ন যুবলীগ নেতা রুবেল প্রমুখ।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হাজী বশির আহমেদ বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে অগ্রণী ভূমিকা পালন করছেন।
জঙ্গীবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে গণআন্দোলনে অংশ নিয়েছি। ১৯৭০ সালে আওয়ামী লীগকে জয়ী করতে বেরাইদ ইউনিয়নে কাজ করেছি।
১৯৭১ সালে আমরা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ নেই। আজ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা কথা বলে তারা জামাত-বিএনপির প্রেতাত্মা। তাদের এ মন্তব্য ও ষড়যন্ত্র রুখে দেয়া হবে। অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মী স্বাস্থ্যবিধি মেনে অংশ নেয়।