টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১২:৪৯:২৩ | অনলাইন সংস্করণ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে আনসার সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার এলেঙ্গা জালদো ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– আনসার সদস্য সিরাজগঞ্জের ছানোয়ার হোসেন (৪০) এবং টোব্যাকো কোম্পানির সুপারভাইজার ও গোপালগঞ্জ জেলার মো. সবুজ (৪২)।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, ঢাকার মহাখালী থেকে ব্রিটিশ আমেরিকার টোব্যাকো কোম্পানির সদস্যরা মাইক্রোবাসে রংপুর যাওয়ার পথে এলেঙ্গা থেকে তেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে ওই মাইক্রোবাসে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে তিনজন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে আনসার সদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার এলেঙ্গা জালদো ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– আনসার সদস্য সিরাজগঞ্জের ছানোয়ার হোসেন (৪০) এবং টোব্যাকো কোম্পানির সুপারভাইজার ও গোপালগঞ্জ জেলার মো. সবুজ (৪২)।
এলেঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, ঢাকার মহাখালী থেকে ব্রিটিশ আমেরিকার টোব্যাকো কোম্পানির সদস্যরা মাইক্রোবাসে রংপুর যাওয়ার পথে এলেঙ্গা থেকে তেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের সঙ্গে ওই মাইক্রোবাসে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন কমপক্ষে তিনজন।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।