কালিয়াকৈর বাজারে ভয়াবহ আগুন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১৯:০০:৪৮ | অনলাইন সংস্করণ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজারে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনে আশপাশের প্রায় ৫০টি দোকানপাট পুড়ে গেছে। এখনও আগুন জ্বলছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভয়াবহ আগুনে জ্বলছে শত শত দোকান।
ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন স্টেশন থেকে রওনা দিয়েছে।
স্থানীয় শ্রীফলতলী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বিকালে আগুন লেগেছে। এখনও আগুন জ্বলছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, কালিয়াকৈর বাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কালিয়াকৈর বাজারে ভয়াবহ আগুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজারে ভয়াবহ আগুন লেগেছে। সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। আগুনে আশপাশের প্রায় ৫০টি দোকানপাট পুড়ে গেছে। এখনও আগুন জ্বলছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভয়াবহ আগুনে জ্বলছে শত শত দোকান।
ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্ন স্টেশন থেকে রওনা দিয়েছে।
স্থানীয় শ্রীফলতলী ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, বিকালে আগুন লেগেছে। এখনও আগুন জ্বলছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, কালিয়াকৈর বাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।